দূরত্ব
১.
চোখ ফেরালেই কেন তোমাকে দেখি না!
আমি ভাবি, তারা কোন প্রতিকৃতি
যারা তোমার মতো নয়
যাদের চোখ পাথরের মতোই স্থির, অচন্ঞল . . .
আর তাদের মুখের দিকে তাকাই
কেন আমি তোমাকেই দেখি না!
২.
শুনি হাসি, শে এক অনতিক্রম্য!
উৎফুল্ল সেই ধ্বনি
গড়িয়ে গড়িয়ে আসছে আমারই দিকে . . .
তাহলে আমি-ই কেন যাই না সেখানে
যেখানে বসে বসে দুইপায়ে
গজাচ্ছে ঘাস, বিহ্বলতা সবুজের?
শুনি কথা, হাসিগুলি
পড়িমরি করে করে ছুটে ছুটে এসে এসে
জাপটে ধরছে আমাকেই
ধাঁধা, প্রবাদ আর প্রাত্যহিকতায় . . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।