জীবন যখন যেখানে যেমন
অজস্র ক্রোশ দূরত্বের ওপাড় থেকে, তুমি ছুঁয়েছো
আমার এই বর্ণহীন ধূসর জীবনটাকে।
উন্মুক্ত করে দিয়েছো আমার বন্ধ দুটি চোখ,
মৃত অনুভূতিহীন এই হৃদয়টাকে আবার জাগিয়ে তুলেছো,
অসীম এক পরিপূর্ণতার জীবন্ত আলোয়।
হে আগন্তুক !!!!
তথাপি বন্ধু....
আমাদের ভেতরের অন্তরাত্মা ছুঁয়ে যাবে,
সান্নিধ্য পাবে একে অপরের।
আজীবন স্পর্শ করে যাবে পরষ্পরকে,
কোনদিনও হবে না বিচ্ছিন্ন।
দুই মেরুর; আমরা দুইজন,
তুমি রয়েছো পূর্বে,
আমি রয়েছি পশ্চিমে,
কোনদিনও হবো না একত্রিত,
কোনদিনও হবো না বিচ্ছিন্ন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।