আমাদের কথা খুঁজে নিন

   

দূরত্ব

আমি মাঝেমাঝে ভাবি আমার জীবনটা কেন এমন হলো, অন্যরকম হলো না ঠিক সে রকম যে রকম আমি নিজেকে গড়তে চাই।

তুমি কোন দূরত্ব নির্মান করতে চেও না। আমিই দূরত্ব নির্মান করবো তোমার জন্য, কারন_ তুমি পৃথিবীর মর্মব্যথা বুঝনা একটুও। আমাকে অনেক দূরে যেতে হবে একাকী কোথাও নিঃসঙ্গ নির্মম নিরুদ্দেশ অমন করে তাকিও না আর আমি তোমার চোখের পলক মুহূর্তগুলো ভুলতে পারিনা , আমার বিলম্ব ঘটে যাবে। কে বলবে এই পলক মুহূর্তগুলো কত দীর্ঘস্থায়ী ? তুমি যখন দূরত্বের কথা বল তোমার সান্নীধ্য আর দূরত্ব এখন আমার কাছে একই কথা । আমি যখন তোমার দৃষ্টির বলয় হতে অনেক দূরে সরে যাব তখন পৃথিবীর কিছুই এসে যাবে না ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।