আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথ মেয়েকে বিয়ে দেন মাত্র সাড়ে ১০ বছর বয়সে এবং বাল্য বয়সে বিবাহকে আপনি "শিশুকামীতা" বলতে পারেন না

যে জেলে নিরুপায় বুকে হাত দিয়ে বসে আছে আমি তার কথা ভাবি দ্বিতীয় বাবাজি সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য (১৯০৮)। ইনি রবীন্দ্রনাথের মেজ মেয়ে রেণুকা (রানী)-র স্বামী। দরিদ্র পরিবারের সন্তান সত্যেন্দ্রনাথ এলোপ্যাথিতে ডাক্তারি পাশ করে হোমিওপ্যাথিতে উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাওয়ার পাথেয় খুঁজছিলেন বিয়ের বিনিময়ে। তাঁকে দেখে ভাল লেগে যায় রবীন্দ্রনাথের। একটু অদ্ভুত স্বভাবের রানীকে নিয়ে আগে থেকেই চিন্তিত ছিলেন তিনি, তাই প্রায় সঙ্গে-সঙ্গে মত দেন বিয়ের প্রস্তাবে।

বিয়েও হয়ে যায় দ্রুত। কথা হওয়ার তিন দিন পরেই। তখন রানীর বয়স মাত্র সাড়ে ১০ বছর। . বিয়ের কয়েক দিন পর থেকেই তোড়জোড় শুরু হয়ে যায় সত্যেন্দ্রনাথকে বিদেশে পাঠাবার। রানী তখনও রজস্বলা হন নি বলে স্থগিত থাকে ফুলশয্যা।

সিদ্ধান্ত হয়, সত্যেন্দ্রনাথ বিদেশ থেকে ফিরে আসার পর হবে ফুলশয্যার অনুষ্ঠান। . আমেরিকার উদ্দেশে যাত্রা শুরু করলেও বাবাজি থেকে যান ইংল্যান্ডে, পড়াশোনা আরম্ভ করেন সেখানেই। সে পড়াশোনাও অসমাপ্ত রেখে তিনি ফিরে আসেন কলকাতায়। এ নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ে ঠাকুরবাড়ির মেয়েমহলে। রানীর মন ভেঙে যায় খুব।

তখন তাঁর বয়স ১১ বছর ৮ মাস। স্থগিত রাখা ফুলশয্যা এবার সম্পন্ন হয় (৫ই অকটোবর ১৯০২)। সূত্র বাবাজি সা য যা দ কা দি র ....................................................... রবীন্দ্রনাথ মেয়েকে বিয়ে দেন মাত্র সাড়ে ১০ বছর বয়সে এবং বাল্যবিবাহ সমাজে বহু আগে হতে চলে আসা প্রথা। আমাদের নানী দাদীদের বেশীর ভাগের বিয়ে হয় ৯-১৫ বছর বয়সে এবং ফুলশয্যাও। এই প্রথা বহুল পরিমাণে মাত্র ৪০-৫০ বছর বা তারও পরে সমাজে দেখা যাই।

এখনো আমাদের দেশের গ্রামে ১০-১২ বছরের মেয়েদের বিয়ে হয়। বাল্যবিবাহ ভালো নাকি খারাপ সেটা ওন্য টপিকস। কিন্তু বাল্য বয়সে বিবাহকে আপনি "শিশুকামীতা" বলতে পারেন না। ....................................................... বিয়ে হল একটা লিগ্যাল ওয়ে আর আপনি যদি এর মাঝে " কামিতা " খুজতে যান তাইলে সেটা আপনার ব্যাপার। বয়স ওনুসারে যদি কামিতা খুজা হয় তাহলে " বুড়াকামিতা " " ইয়ংকামিতা " নানাবিধ ট্যাগ লাগাইতে হইবে।

----------------------------------------------- আমি এই পোস্টে বাল্যবিবাহকে সাপোট করছি না। শুধুমাত্র বলার চেস্টা করছি যে , কম বয়সে বিয়ে করলেই আমরা সেটাকে "কামিতা" বলতে পারি না। আমার ধারণা " কামিতা " কে আমরা বয়স দিয়ে ডিফাইন করতে পারব না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.