আমাদের কথা খুঁজে নিন

   

নীরবতা

প্যাটে ক্ষিদা, খাওন দে এর চেয়ে নীরবতা অনেক ভাল ছিল, এর চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভাল ছিল, তবুও সইতে হতো না শুন্যগর্ভ বক্তৃতা, হৃদয়হীন ভালবাসা এবং জীবন ঘষে আগুন বের করার দুঃসহ যন্ত্রনা। হৃদয়ের সুপ্ত বাসনাকে জাগ্রত করে আশার ভেলায় উঠে, সংসার সমুদ্রের অতল গহ্বর থেকে নির্ভিক ডুবুরীর মত চেয়েছি মনিমুক্তা সংগ্রহ করতে, কিন্তু দারিদ্রের নিষ্পেশিত ছুরির নির্মম আঘাতে তখনই সে আশার চির সমাধী। আমি পারি নাই অংগার থেকে চন্দ্রমল্লিকা ফোঁটাতে, আমি পারি নাই অন্ধকারের বুক চিরে জীবনের প্রসন্ন সকাল ছিনিয়ে আনতে। আমি দেখতে পাই আমার জীবনের আশা-আকাংখাগুলো ব্যর্থতার ফুল হয়ে ফুঁটে রয়েছে আমার চারিপাশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।