বৃষ্টির রিম ঝিম
জানালার পাশে একা,
মেঘলা আকাশের মুখ
আমার নীরবতা।
স্বপ্ন মাখা দু’চোখ
মৌন ভালোবাসা;
দূঃস্বপ্নের হুঙ্কার তোলা
বজ্রপাত ধ্বনি।
তিল তিল করে গড়া
আশার ধুলোমাখা পাতা,
ধুয়ে মুছে যাওয়া
ভেজা মৃত্তিকা বক্ষ
তারই দেয়া জলোজলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।