স্বপ্নবাজ ছন্দপতন হঠাৎ চলতি পথে দেখিনা কিছুই আঁধার-আলোতে, কুয়াশার চাদরে ঢেকে গেছে শহর থেমেছে রঙহীন জীবনের রঙীন আসর, আকাশের সাথে কথা ভাঙ্গেনা নীরবতা চলছে জীবন যেন নদী বহতা, হিমেল অনুভূতি শরীরে মনটা ভোঁতা জোয়ারের শেষে লেগেছে যেন ভাঁটা, জানালার ফাঁক গলে জ্যোৎস্না দু'এক ফোঁটা এসে ঘুরে যায় চলে ভাঙ্গেনা নীরবতা... ভাঙ্গা-গড়া বারবার ছোট্ট মনটাতে ইচ্ছে খুশি মতো নগ্ন আঘাতে, ভেজা কপোল আর কাঁপা ঠোটে ক্লান্ত মনে ভীষন ঝড় ওঠে, সুপ্ত চাওয়াগুলো গুমড়ে কেঁদে মরে যায় মিশে রাতের ঘন কালো শরীরে, হিমেল অনুভূতি শরীরে মনটা ভোঁতা জোয়ারের শেষে লেগেছে যেন ভাঁটা, জানালার ফাঁক গলে জ্যোৎস্না দু'এক ফোঁটা এসে ঘুরে যায় চলে ভাঙ্গেনা নীরবতা... © Razib Hasan
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।