আমাদের কথা খুঁজে নিন

   

রুমানাকে নির্যাতন: ৩ পুলিশ কর্মকর্তা হাইকোর্টে হাজির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় তাঁর স্বামী হাসান সাইদকে গ্রেপ্তার ও এ বিষয়ে নেওয়া পদক্ষেপ জানাতে হাইকোর্টে হাজির হয়েছেন পুলিশের তিনজন কর্মকর্তা। তাঁরা হলেন মামলার তদন্তকারী কর্মকর্তা, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ধানমন্ডি সার্কেলের সহকারী পুলিশ কমিশনার। আজ বৃহস্পতিবার ১০টা ৫০ মিনিটে তাঁরা বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে হাজির হন। রুমানাকে নির্যাতনের পর ১০ দিন কেটে গেলেও সাইদকে কেন গ্রেপ্তার হয়নি, তা জানতে চেয়ে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে বুধবার বেলা ১১টার দিকে রুল জারি করেছিলেন। এর তিন ঘণ্টা পর বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর উত্তর মুগদায় আত্মীয়ের বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

৫ জুন রাজধানীর ধানমন্ডিতে রুমানা তাঁর বাবার বাসায় স্বামী হাসান সাইদের নির্মম নির্যাতনের শিকার হন। রুমানার দুই চোখে আঙুল ঢুকিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। কামড়ে নাকের ডগা ছিঁড়ে ফেলা হয়। ল্যাবএইড হাসপাতালে কয়েক দিন চিকিত্সার পর মঙ্গলবার তাঁকে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে নেওয়া হয়। সেখানে তাঁর চোখের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে বলে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.