আমাদের কথা খুঁজে নিন

   

রুমানাকে মিলনের অজুহাত

দেশি পাত্র বিয়ে করতে আমেরিকা থেকে দেশে আসেন রুমানা। এর আগে অনেকগুলো ছেলে দেখেও পছন্দ হয়নি তার। রুমানার দূরাত্মীয় মিলন। ভালোবাসেন এ্যনিকে। কিন্তু বাবার চাপে পড়ে মিলনকে রুমানার সঙ্গে দেখা করতে হবে।

দেখা করার আগে মিলন তার প্রেমিকা এ্যানি আর তানভীর মিলে পরিকল্পনা করে। এমন কিছু করতে হবে যাতে পাত্র হিসেবে পছন্দ না করে রুমানা।

পরিকল্পনা মতো মিলন নিজেকে প্রতিবন্ধী, খারাপ ছেলে, অযোগ্য হিসেবে উপস্থাপন করে। এতে ফলাফল হয় উল্টো। রুমানা মিলনের কথা শুনেই খুশি।

কারণ সে এমন সততা আর কোনো ছেলের মধ্যে দেখেনি। মিলনকেই সে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। অজুহাত ভেস্তে যাওয়ায় এবার মিলনের প্রেমিকা এ্যানি দেখা করে রুমানার সঙ্গে। জানায় মিলনের সঙ্গে তার সম্পর্কের কথা। কিন্তু রুমানা নিজের সিদ্ধান্তে অটল।

বিয়ের আগে এমন সম্পর্ক থাকতেই পারে। এভাবে নানা অজুহাত দিয়েও মত বদল করানো যায় না রুমানাকে।

এমন গল্প নিয়েই নির্মান করেছেন ঈদের বিশেষ নাটক 'অজুহাত'। আহসান আলমগীর রচনায় নাটটি পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রুমানা, এ্যানি, আব্দুল্ল্যাহ রান, আকাশ ,বি এম আজাদ ও মম শিউলী প্রমুখ।

নাটকটি কোরবানি ঈদে মাছরাঙ্গা টিভিতে ৪র্থ দিন সন্ধা ৭.৩০ মিনিটে সম্প্রচার হবে ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.