দিনটির স্মরণে সকালে পড়া ভবন এলাকায় দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন কয়েকজন আলোকচিত্রী।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১১শয়েরও বেশি শ্রমিক নিহত হন। আহত হন কয়েকহাজার।
‘রানা প্লাজার ভবন ধস: হাজারো স্বপ্নের মৃত্যু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজরা হলেন আলোকচিত্রী আবীর আব্দুল্লাহ, অয়ন রেহাল, শুভ দাস ও তাসলিমা আখতার।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
প্রদর্শনীতে বিলবোর্ড আকারের ১০টি ছবি প্রদর্শন করা হয়।
শুরুতে একটি ছবি ঝুলিয়ে প্রদর্শনীর উদ্ধোধন করেন নিখোঁজ শ্রমিক হৃদয়ের মা আনজুয়ারা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন নিহত শাওনের বাবা আব্দুল আজিজ ও নিঁখোজ শান্তনার মাসহ আরো অনেকেই।
আলোকচিত্রী আবীর আব্দুল্লাহ বলেন, বিশ্বে পোশাক শিল্পের ইতিহাসে এত মর্মান্তিক ও ভয়াবহ মৃত্যুর ঘটনা বিরল।
তিনি বলেন, এটাই তাদের প্রথম প্রদর্শনী।
পরবর্তী প্রদর্শনী হবে রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে।
প্রতি মাসের ২৪ তারিখে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে প্রদর্শনী করা হবে বলেও তিনি জানান।
স্বজনদের বিক্ষোভ
এদিকে রানা প্লাজা ধ্বংসস্তূপের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ব্যানারে আহত, নিহত ও নিখোঁজের স্বজনরা ভিড় জমিয়েছেন।
এ সময় তারা উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশ অবরোধ ও বিক্ষোভ করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।