অবগুন্ঠণের আড়ালে যতই ঢাকো এ্যাপলোর আদিম স্বপ্নময় অন্ধ চোখ কিউপিড তীর বিদ্ধ করবে তোমাকে। আরাধনার আশ্চর্য প্রহর অরফিয়াসের বাশিঁর সুরে ভাঙ্গবে ক্রমশ ডুবে যেতে থাকা উপলব্ধি থোকা থোকা জুঁই ফুলের গন্ধে জেগে উঠবে মহাসমুদ্রের প্রবল ঢেউ সংযমের বাধা ঝরে যাবে ব্যক্তি স্বাধিনতার শেষ ভয়ঙ্কর আবেদনে কালির রুদ্র মূর্তি অবগুণ্ঠন খুলে নেচে উঠবে প্রলয় মাধুর্যমন্ডিত দ্রোহ, লৌকিক কীর্তন- উর্বর সোনালী পলি ভালোবাসাময় দিগন্ত পৃথিবী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।