দ্রোহের আগুনে উঠুক জ্বলে খোলা হাওয়ায় ঘুরছে দেখ খুন পিয়াসী পা চাটা সব কুকুরগুলো ওই যে ওরাই একাত্তরে তোমার আমার শরীর ছিঁড়ে রক্ত খেলো। ওইতো ওরাই, বোনকে আমার ছিঁড়ে খুঁড়ে নোংরা হাতে হত্যা করে ওরাই ছিল ,তোমার আমার সোনার দেশের আঁচল ধরে। তারপরেতে এক প্রভাতে গর্জে ওঠে বীর বাঙ্গালী অস্ত্র ধরে অনেক ত্যাগ আর তিতিক্ষাতে রক্ত বুকের উজার করে স্বাধীন করে। তারপরেতে কিযে হলো নোংরা পশু ঘুরে বেড়ায় দিনদুপুরে কেউ রোখেনা ,কেই বলেনা বাঁধো তোমরা শক্ত হাতে ওই কুকুরে। আবার তো তাই জেগে ওঠে কলম নিয়ে যুদ্ধ করা বন্ধুগুলো পাশে আসে ছাত্ররা সব করতে বিকল রাজাকারের ফন্দিগুলো। দ্রোহের আগুন ভীষন নতুন জ্বলছে দেখ আজ আমাদের বুকটা জুড়ে ঝুলবে ওরা ফাঁসি কাষ্ঠে কলজে ওদের খাব আমরা ছিঁড়ে ক্ষুরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।