কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে কৃষি পরিসংখ্যান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহজাহান কবীরকে ব্রি’র রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ে, ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হুমায়ুন কবীরকে সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে এবং ব্রি’র পরিচালক (গবেষণা বিভাগ) মো. শমসের আলীকে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বদলি করা হয়।
ব্রি’র মহাপরিচালক মো. সাইদুল ইসলাম জানান, মন্ত্রণালয় মঙ্গলবার এ আদেশ জারি করে। এই তিন কর্মকর্তাকে বুধবারের মধ্যে তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
শাহজাহান কবীর ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব, বৈজ্ঞানিক রেজাউল মনির রঞ্জুকে লাঞ্ছিতের ঘটনায় উত্তেজনা, পাঁচ বৈজ্ঞানিক কর্মকর্তার জীবন ও কর্মস্থলের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের মধ্যেই এ তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির আদেশ দিল মন্ত্রণালয়।
এ নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা চলছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতির সভাপতি মো. আনছার আলী জানান, ব্রি’তে বিজ্ঞানীরা এখন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। প্রকৃত ঘটনা আড়াল করতেই ওই তিন বিজ্ঞানীকে বদলি করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, বিজ্ঞানী রেজাউল মনির রঞ্জু লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বুধবার পর্যন্ত আল্টিমেটাম দেয়া হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি।
বৃহস্পতিবার বিজ্ঞানী সমিতির সাধারণ সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে জানান বিজ্ঞানী সমিতির সভাপতি।
এদিকে সোমবার বৈজ্ঞানিক রঞ্জুর লাঞ্ছিতের ঘটনায় শ্রমিকদের জড়ানোর প্রতিবাদে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ধান গবেষণা শ্রমিক সমিতির ব্যানারে শ্রমিকেরা ব্রি’র ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে।
জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, মঙ্গলবার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন মহাপরিচালক মো. সাইদুল ইসলাম, পরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহজাহান কবীর ও সহকারি পরিচলক (সাধারণ সেবা) মো. আব্দুল আজিজ, বিজ্ঞানী রেজাউল মনির রঞ্জু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।