আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদ ঢেকে যাবে পৃথিবীর ছায়ায়

অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ১১ বছর পর বুধবার বাংলাদেশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ। রাত ২টা ২ মিনিটে পৃথিবীর ছায়াকেন্দ্র বরাবর অতিক্রম করবে চাঁদ। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা বেনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের সব জায়গা থেকে গ্রহণটি দেখা যাবে। পৃথিবীর ছায়ায় চাঁদ প্রায় একশ মিনিট অন্ধকারাছন্ন থাকবে। এর আগে ২০০০ সালের ১৬ জুলাই বাংলাদেশ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল বলে জানান তিনি।

বুধবার রাত ১১টা ২৪ মিনিটে শুরু হবে গ্রহণের উপচ্ছায়া পর্যায়। রাত ১২টা ২৩ মিনিটে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। শাহজাহান মৃধা বলেন, "চন্দ্রগ্রহণের পূর্ণতা পাবে রাত ২টা ১২ মিনিটে, যা একশ মিনিট স্থায়ী হবে। ভোর ৪টা ২ মিনিটে পূর্ণ গ্রহণ এবং ৫টায় শেষ হবে উপচ্ছায়া পর্যায়। " পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণে 'অনুসন্ধিৎসু চক্র' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রাঙ্গণে বুধবার বিকাল ৪টা থেকে সারারাত ক্যাম্প পরিচালনা করবে।

এই ক্যাম্প সবার জন্য উন্মুক্ত থাকবে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ধানমণ্ডি ক্লাব মাঠে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের আয়োজন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/জেকে/২২৩৭ ঘ.  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.