আমি একজন ছাএ বর্তমান সরকার কৃষি ও পল্লীঋণ নীতিমালায় কয়েকটি নতুন খাত সংযোজন করেছেন। কৃষকের কৃষি উন্নয়নে এ নীতিমালায় কেঁচো কম্পোস্ট খাতকে অন্তর্ভুক্ত করে কেঁচো কম্পোস্ট সার ও বায়ো গ্যাস ফার্টিলাইজারকে ২০০ কোটি টাকার পুনঃ অর্থায়নের সুবিধা দিয়েছেন। এছাড়া লটকন, লেবু, আমড়া, সফেদা, মালটা, ওয়েল পাম চাষের বিষয়গুলো অর্থায়নে অন্তর্ভুক্ত করেছেন। গত অর্থবছরে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ১০৩.৮০% ন। কৃষিঋণ বিতরণ করেছে২০১১-১২ অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ ব্যাংকগুলোকে বিতরণে বাকি থাকা অর্থের %২.৫০ হারে জরিমানা করে তা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখার বিধান করা হয়।
ফলে ব্যাংকগুলো বেশি পরিমাণ ঋণ বিতরণ করেছে। ব্যাংকগুলোর পক্ষ থেকে ঋণ বিতরণের ওপর সাধারণ প্রভিশন ৫ শতাংশ হারে কমানোর প্রস্তাব করা হয়। কয়েকটি ব্যাংকের প্রধান নির্বাহী কৃষিঋণের ওপর এক শতাংশ অথবা এসএমই ঋণের মতো শূন্য দশমিক ২৫ শতাংশ প্রভিশনের দাবি করেন। তবে কেন্দ্রীয় ব্যাংক ঝুঁকির কথা বিবেচনা করে সাধারণ প্রভিশনে কোন পরিবর্তন আনা হচ্ছে না। কৃষি খাতে বর্তমান সরকারের এই বিশেষ নজর কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করবে।
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।