আমাদের কথা খুঁজে নিন

   

বাণিজ্যিক ভাবে টমেটো গাছের নিচের অংশে আলু ও উপরের অংশে টমেটো ফলিয়ে আর একটি কৃষি বৈজ্ঞানিক বিপ্লব ঘটাল যুক্তরাজ্যের কৃষি গবেষণা ফার্ম


বাণিজ্যিক ভাবে টমেটো গাছের নিচের অংশে আলু ও উপরের অংশে টমেটো ফলিয়ে আর একটি কৃষি বৈজ্ঞানিক বিপ্লব ঘটাল যুক্তরাজ্যের কৃষি গবেষণা ফার্ম Thompson and Morgan। পূর্বে আলু গাছের সাথে টমেটো গাছের কলম লাগিয়ে দুটি ফল একই সাথে উৎপন্ন করা হলেও এবারই প্রথম একটি গাছে ফলানো হলো দুটি শস্য। টমেটো গাছে মাটির নিচে ফলবে আলু ও উপরে গাছের কাণ্ডে ধরবে টমেটো। গাছিটি নামকরণ করা হয়েছে টমেটো ও আলুর ইংরেজি নাম পটেটো মিলে টমেটো (TomTato)। উৎপন্ন দুটি শস্যরই খাদ্যগুণ পরীক্ষা করে দেখা গেছে গুন গত মানের উৎকৃষ্টতা নিশ্চিত করা হয়েছে। আসুন Thompson and Morgan ফার্মের জন্য শুভ কামনা করি। তাদের আবিষ্কৃত এই প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে পারে আগামী শতাব্দীতে ১০০০ কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা। বেঁচে যেতে পারে কোটি-কোটি মানুষের জীবন। সুত্র : 'TomTato' tomato and potato plant unveiled in UK
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.