পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ টেকি স্যারেরা কে কোথায় আছেন? আপনাদেরকে আমার যে বড়ই প্রয়োজন।
আজ অনেকদিন পর গ্লাস ক্লিনার কিনে এনে লেপ্পিবাবুকে ভাল করে গা মুছে দিই। তার কিবোর্ড থেকে শুরু করে মুখমন্ডল পর্যন্ত ভাল করে পরিস্কার করি।
এতে বাবুর ঠান্ডার সমস্যা দেখা দেয়।
১ম বার ভালভালই লেপ্পি বাবু স্টার্ট নেয়, উইন্ডোজ চালু হয়। কিন্তু মনিটরে কিছুই থাকে না। মানে, রাইট ক্লিক করলে যা আসার তা এসে সাথে সাথে চলে যায়। তেমনি স্টার্ট মেনুতে ক্লিক করলেও যা আসার কথা তা এসে চোখের পলকে চলে যায়। (হায় হায় হৈল কি?)
তখন ভাবলাম হয়ত কিবোর্ডের কোথাও চাপ টাপ পড়ে আছে তাই এই সমস্যা।
তাই রিস্টার্ট দিই। কিন্তু এখন হৈল বড় ঝামেলা। লেপ্পিবাবুতো চোখ খুলে না। খালি পোপোপোপোপোপোপোপোপোপোপোপোপোপো একটানা শব্দ হতে থাকে । অনেকবার ট্রাই কর্লাম কাজ হলো না।
মেজাজ গড়ম হৈল। চিন্তাইলাম উইণ্ডোজ দিয়ে দিই। উইন্ডোজের সিডি তাহার রোমে প্রবেশ করাইয়ে রি.স্টার্ট দিই। এবার দেখি শব্দ হয় না। ভাবলাম ঠিক হয়ে গেছে।
অপেক্ষা করতে লাগলাম। হ্যা, যা ভেবেছিলাম তাই হয়েছে। (ভাবলাম, লেপ্পি বাবু ডরাইছে )বাবু এবার চোখ খুলল। কিন্তু আগের সেই সমস্যা রয়েই গেছে। ডান ক্লিক করলে মনিটরে কিছুই থাকে না।
ভাবলাম ইন্টারে চাপ পরে আছে। ইন্টারে ঠাস ঠুস ঠিস তিনডা টুকা দিলাম। দেখি ঠিক হয়ে গেছে। (ভাবলাম, আমি ইন্জি. হইয়া গেসি) বাবু সম্পুর্ণ ঠিক। একেবারে সাতবছরের বাবু এখন কথাও বলে খেলাদুলাও করে।
আওয়াজও আগের মতই আছে।
ভাবলাম, আবার রি.স্টার্ট দিয়ে দেখি কি রেজাল্ট আসে??
রিস্টার্ট দিলাম তো দিলাম, লেপ্পিবাবু আর কথা কয় না। খালি পোপোপোপোপোপোপোপোপোপোপোপোপোপোপো শব্দ করে। মনে হয় আমের আঠি দিয়ে বাশি বানাইয়া ফ্রিতে ফু মারতাছে আর আমার কানের অবস্থা কাসন্দ বানাইতাছে।
এই বাবুর আবার কি হৈল? আমি বুঝবার পারতাছি না।
পিসিবাবু হৈলে সবকিছু খুইল্লা টুইল্লা আবার কাপর পড়াইয়া দিতে পারতাম। কিন্তি লেপ্পি বাবুর কাপর চোপড় খুলবার বেশি অভিজ্ঞতা নাই।
লেপ্পিবাবুকে কি কেহ বুঝাইয়া সুজাইয়া ঠিক করবার পারবেন??
----------------------------
সমসা
বেরেছে....
কি
বোরড
ঠিকমত
কাজ
করছে
না।
যেমন...
ইসপেস
কাজ
করছেনা।
আরো
বেশ
কিছু
কি
কাজ
করছে
না।
তাই
এইভাবে
লিখলাম।
-----
উপেরের
অংশটুকু
অনন
পিসি
থেকে
লিখেছি।
---- ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।