আমাদের কথা খুঁজে নিন

   

আর্টিকেল রাইটার দরকার!

ধুর আমার দুই-তিনজন লোক দরকার, যারা কম্পিউটারে অভ্র দিয়ে ভাল ভাবে বাংলা লিখতে পারে। আর সাথে যদি WordPress এ টুকটাক কাজ জানা থাকে তাহলে সোনায় সোহাগা। যে কাজ করতে আগ্রহী তার বাসায় কম্পিউটার এবং ইন্টারনেট থাকতে হবে। কিসের জন্য: একটা অনলাইন লাইফস্ট্যাইল ম্যাগাজিন “লাইফ এন্ড মি” এর জন্য রেগুলার কন্ট্রিবিউটর দরকার। ম্যাগাজিনটি গত ২৩/৭/২০১৩ পর্যন্ত ইংরেজীতে ছিল, কিন্তু এখন এটি বাংলায় পাবলিশ করার চিন্তা ভাবনা এবং কাজ চলছে।

সাইটি দেখতে পারেন: http://lifenme.com কাজ: বিভিন্ন পত্রিকা থেকে লেখা কালেক্ট করে সেটা থেকে একটা নতুন লেখা তৈরী করতে হবে। সপ্তাহে প্রায় ১০-১৫ টা লেখা এমন লিখতে হতে পারে। যে কয়জন হবে, কাজ সেই অনুযায়ী ভাগ করা হবে। সুবিধা: ১. বাসায় বসে কাজ করার সুবিধা। ২. ইচ্ছা মত সময়ে বসে কাজ করার সুবিধা।

৩. ইন্টারনেট বিলের একটা অংশ (৪৫০ টাকা) আমরা দিয়ে দিব। কারণ পুরো কাজ করতে ১জিবি ডাটা লাগবে না। ৪. অফিসে মাসে ২/৩ দিন আসলেই হবে। তাও সব সময় আসতে হবে এমন না। আবার আমি কল্যানপুরে থাকি, এখানে আসলেও হবে।

৫. যে কাজ করবে, তার পরিচিতি আমাদের ওয়েব সাইটের About Us পেইজে দেওয়া হবে (যদি সে চায়)। বেতন: আলোচনা সাপেক্ষে। প্রাথমিক ভাবে কাজের মান যাচাই সহ অন্যান্য দিক বিবেচনা করে একটু কম পেমেন্ট দেওয়া হলেও পরবর্তিতে পেমেন্ট বাড়বে। আগ্রহীদের কে এ অথবা আমাদের ফেসবুক ফ্যান পেইজ http://facebook.com/LifenMe তে ম্যাসেজ পাঠাতে অনুরোধ করছি। যে কোন প্রশ্ন দয়া ম্যাসেজের মাধ্যমে জানার অনুরোধ থাকল।

আর দয়া করে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না যে আমরা কতটাকা বেতন দিতে পারি। করে এখানে মন্তব্য করে যোগাযোগ করলে হবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.