আমাদের কথা খুঁজে নিন

   

সংবিধানের 'আর্টিকেল ৬৭-এর ১ এর খ'-এর সংশোধনী চাই।।

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা... বাংলাদেশের সংবিধানে 'আর্টিকেল ৬৭-এর ১ এর খ' বলা হয়েছে, একজন সংসদ সদস্য যদি সংসদ থেকে ছুটি না নিয়ে অনধিক ৯০ কার্য দিবস সংসদে অনুপস্থিত থাকেন, তাহলে তাঁর সংসদ সদস্যপদ বাতিল হবে। বাংলাদেশে সংসদ অকার্যকর হওয়ার সবচেয়ে বড় সমস্যাটি এই 'আর্টিকেল ৬৭-এর ১-এর খ'-এ প্রাপ্ত একজন সাংসদের সুযোগ সুবিধা। বাংলাদেশে জাতীয় সংসদ কার্যকর করতে হলে এই 'আর্টিকেল ৬৭-এর ১-এর খ'-এর সংশোধনী অত্যাবশ্যক। এর কোনো বিকল্প নেই। উক্ত 'আর্টিকেল ৬৭-এর ১-এর খ'-এ 'একজন সংসদ সদস্য যদি সংসদ থেকে ছুটি না নিয়ে অনধিক ১ কার্য দিবস সংসদে অনুপস্থিত থাকেন, তাহলে তাঁর সংসদ সদস্যপদ বাতিল হবে।

' আইন প্রবর্তণ করলে বাংলাদেশে সংসদে অনুপস্থিত থাকার এই রেওয়াজ বন্ধ করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে শূন্য পদে ওই সাংসদের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিজয়ী ঘোষণা করার সুযোগ প্রদান করলে আরেকটি উপ-নির্বাচনের খরচ থেকে জাতি মুক্তি পেতে পারে। আমাদের দেশের যারা আইনপ্রণেতা তাঁদের নিজেদের এমন লজ্বাকর সুযোগ সুবিধা দিয়ে দেশের জাতীয় সংসদ কার্যকর করা সম্ভব নয়। নিজেরা আইন মানবেন না অথচ জনগণের জন্য আইন বানাবেন এটা অন্যায়। আমরা এই অন্যায় সুযোগ সুবিধার তীব্র প্রতিবাদ জানাই।

এবং এর জরুরী সংশোধনের দাবি জানাই। আমাদের মহামান্য সাংসদরা সংসদে অনুপস্থিত থেকেও রাষ্ট্রের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। দেশের ১৯৭৩ সালের প্রথম সংসদ থেকে ২০০৮ সালের নবম সংসদ পর্যন্ত দেশের সকল সাংসদ এই অন্যায় সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। আমরা এই অন্যায় ভোগ করা ও সুযোগ সুবিধার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমি বাংলাদেশের প্রতিটি নাগরিককে বাংলাদেশের সংবিধানে বর্ণিত এরকম অসংখ্য অন্যায় আইন ও সুযোগ সুবিধার বিরুদ্ধে সোচ্চার হবার অনুরোধ জানাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.