আমাদের কথা খুঁজে নিন

   

অনুধাবন

মানুষ মানুষের জ্যন্য পৃথিবীটা গোলাকার। দ্যাখা হতেও পারে আবার- তোমার আমার। নিতে চাই এখন একটু ছুটি। টেনে দিয়ে সম্পর্কে খানিক বিরতি। এইতো কাছে আছো বেশ।

(কেজানে) হয়ত আবার থাকবেনা। বুঝিনা তোমাদের ভানুমতি হিসেব নিকেশ। করতে চাই একটু আধটু অনুশীলন তাই, জীবন পথে নিজেই নিজের সঙ্গী হতে; পাছে না নিজেকে করে ফেলি নি:শেষ। চলব একা ঠিকই, থাকব অটুট। আগের মতোই বাসব ভাল।

যদি না নিভে থাকে প্রেম- কখনো তোমার মাঝেও; জ্বালাতে পারো আলো। ভেঙে দিয়ে গড়তে চাও আবার যদি। যদি চলে যাও নিজ থেকে, তাহলে পাব বেশি ব্যাথা। সইতে পারবনা ভেবে, কমাতে ব্যাথা, বলে ফেললাম আমিই- আগে ভাগে সেই কথা। এ ছেড়ে যাওয়া নয় তোমায়; ভাবে কিংবা অভিমানে।

ভালবাসা সবসময় তোমায় ঘিরে; একথা এ মন জানে। তবু আছে প্রয়োজন কিছুটা দূরত্ব। অনুধাবনে আসে যেন ভালবাসার গুরুত্ব চাই তাই তেমন কিছু: বিরতি-ছুটি, ছাড়া-গড়া, ভাঙন আবার জোড়া, মিলন ও টুটি আর অবসরে ব্যস্ত হওয়া উপলব্দিতে- কেমন ছিল আমাদের জুটি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।