আিম তুচ্ছ মানব
আমি কেন পীর পুজা করব নাঃ
এ সম্পর্কে মহান আল্লাহর হুশিয়ারীই যথেষ্ট। মহান আল্লাহ তা'আলা আল ক্বোরআনে বলেছেন,
০১) "যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে, আমরা নিকট ওহি হয় (ইলহাম আসে, ফয়েজ আসে) যদিও তাহার নিকট নাযিল হয় না এবং বলে আল্লাহ যাহা নাযিল করিয়াছেন আমিও উহার অনুরূপ নাযিল করিব (ফয়েজ দান করিব) তাহার চেয়ে আর বড় যালেম কে? (সূরা আন'আম, আঃ ৯৩)
০২) "সুতরাং যে ব্যক্তি অজ্ঞানতা বশত মানুষকে বিভ্রান্ত করিবার জন্য আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার চেয়ে বড় যালেম আর কে? আল্লাহ যালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। " (সুরা আন'আম, আঃ ১১৪)
০৩) "তোমার রবের নিকট হইতে যাহা তোমাদের নিকট অবতীর্ণ হইয়াছে তোমরা তাহার অনুসরণ কর এবং তাঁহাকে (আল্লাহকে) ছাড়া অন্য কোন অলিদের অনুসরণ করিও না। তোমরা খুব কম লোকই উপদেশ গ্রহণ কর। " (সুরা আ'রাফ, আঃ ৩)
০৪) "এক দলকে আল্লাহ সৎপথে পরিচালিত করিয়াছেন এবং অপর দলকে পথ-ভ্রান্তি সংগতভাবে নির্ধারিত হইয়াছে।
তাহারা আল্লাহকে ছাড়া শয়তানকে তাহাদিগকে অলি করিয়াছে এবং নিজদিগকে তাহারা সৎপথগামী মনে করে। " (সূরা আ'রাফ, আয়াত-৩০)
০৫) "আর আমরাতো এইভাবেই চিরদিন মানুষ শয়তার আর জ্বিন শয়তানকে প্রত্যেক নবীর দুশমন বানাইয়া দিয়াছি, ইহারা পরস্পরের সঙ্গে মনমুগ্ধকর কথা ধোঁকা ও প্রতারণার ছলে বলিতে থাকে। " (সূরা আন'আম, আয়াত- ১১২)
০৬) "হে ঈমানদারগণ ! অধিকাংশ আলেম ও পীর-দরবেশদের অবস্থা এই যে তাহারা জনগণর ধন-মাল বাতিল পন্থায় ভক্ষণ করে এবং আল্লাহর পথ হইতে ফিরাইয়া রাখে। " (সুরা তওবা, আয়াত- ২৪)
০৭) "হে লোকেরা, আমি কি তোমাদেরকে বলিব, শয়তান কাহার উপর অবতীর্ণ হয়? উহারা প্রত্যেক জালিয়াত পাপিষ্টের উপর অবতীর্ন হইয়া থাকে, শুনা কথা লোকদের কানে ফুঁকিতে থাকে আর তাহাদের অধিকাংশই মিথ্যাবাদী হইয়া থাকে। " (সুরা আশ-শুরায়অ, আয়অত- ২২১, ২২২ এবং ২২৩)
৮) "যালিম লোকেরা পরস্পরের আওলিয়া আর মুত্তাকী লোকদের অলি হইলেন আল্লাহ।
" (সুরা জাসিয়া, আয়াত- ১৯)
৯) "বস্তুত তাহাদের হতাদের এই লিখনও তাহাদের ধ্বংসের কারণ এবং ইহার সাহায্যে তাহারা যাহা কিছুই উপার্জন করে, তাহাও তাহাদের ধ্বংসের উপকরণ। " (সুরা বাকারা, আয়াত- ৭৯)
১০) "আর কেহ আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হইলে এবং তাঁহার নির্দ্ধারিত সীমা লংঘন করিলে তিনি তাহাকে অগ্নিতে নিক্ষেপ করিবেন। সেখানে সে চিরকাল থাকিবে এবং তাহার জন্য আছে লাঞ্চনা দায়ক শাস্তি। " (সুরা নিসা, আয়াত-১৪)
যাহারা পীর পুজা করেন তাহারা আশা করি আল্লাহ তা'আলার এই নির্দেশ মানিয়া চলিবেন। কোন প্রকার বিতর্ক করিতে আসিবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।