- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
গোধূলি— আগুনের টুকরোয় ঝল্সানো করতল
নীল রঙ আর মোহময় মেঘের ভারে ন্যুব্জ সত্তা
পবিত্র ঝরণা, পাহাড়ে বজ্রের নির্মম অত্যাচার!
পাথরও স্বপ্ন আঁকে— রক্তে এক ক্রীতদাস হাসি
সব অন্ধকার দেয়াল-ছবি হয়ে যাচ্ছে— সমর্পণ
একদিন কাঙালপনা ছিলো, শিরা-ধমনীর ব্যবধান
জীবন— পাতার মতো রোদ্দুরের সাথে চলাচল
জীবন— শিকড়ের ন্যায় নির্জন আঁধারে বসবাস
আবির্ভাব— ফুল-ফল শিকড় গড়ে পাতা হয়ে যাহ্
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।