অচিন্তকুমার সেনগুপ্ত : ১৯০৩ সালে তাঁর জন্ম। কল্লোল যুগের লেখক। সেই যুগের বিবরণ রয়েছে তাঁর 'কল্লোল যুগ' গ্রন্থে। 'উত্তরায়ণ' গ্রন্থের জন্য রবীন্দ্র' পুরস্কার পেয়েছিলেন। গ্লপ, উপন্যাস কবিতা ছাড়াও শ্রীরামকৃষ্ণকে নিয়ে কয়েকটি গ্রন্থ লিখেছেন। ছোটদের জন্য তিনি খুব একটা বেশী লেখেন নি, বিষয় বৈচিত্রে মানবিক আবেদনে ছোটদের গ্লপ উপন্যাসগুলি অনুপম। ১৯৭৬ সালে তাঁর মৃত্যু হয়। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ গুলি হলো, ইন্দ্রানী, রুপসী রাত্রি, প্রিয়া ও পৃথিবী, পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ প্রভৃতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।