চারদিকে নিকষ কালো অন্ধকার। আকাশের চাঁদ ও আজ লুকিয়ে আছে। কারন সে জানে, আজ আমি তোমার সাথে এই ঊত্তাল নেশাগ্রস্ত রাতের বাতাস ঊপভোগ করব। অবশ্য ইদানীং আমি একটা ব্যাপার খেয়াল করেছি- চাঁদটা তোমাকে হিংসে করা শুরু করেছে। আমি শুধু তাকে বলেছিলাম যে- ও চাঁদ, তুই কি আমার প্রিয়ার কপালের টিপ হবি ? তোকে আরো অনেক সুন্দর লাগবে।
বেচারী লজ্জায় লাল হয়ে সাথে সাথে মেঘের আড়ালে চলে গেল। আহা রে ! অবশ্য যাবার আগে বলে গেছে- আজ নয়, একদিন ঠিকই আসব আমি টিপ হয়ে যেদিন তোমার প্রিয়া তোমার পাশে থাকবে। আজ শুধু আকাশে তারার মেলা। আচ্ছা, এরা কেউ বুঝে না কেন, তুমি যে সবসময় আমার পাশে থাক! আমার কাঁধে হাত রেখে আর হাতে হাত রেখে যে তুমি সবসময় ঘুরে বেড়াও- সেটা কি এরা দেখে না ? আমি তো সবসময় তোমাকে আমার পাশে অনুভব করি। শুধু কি তাই ! আমার পাশে বসে থাক একটা তুমি, আর তখন আরো একশো-টা তুমি আমার আশে পাশে ঘুরঘুর করে আমাকে ডাকতে থাকে।
কেউ তার সাথে নাচার আমন্ত্রন জানায়, কেউ বা আবার তার সাথে তাল মিলিয়ে গান গাইতে অনুরোধ করে। আরেকজন তো এককাঠি আগে। বলে কিনা- আমাকে খুব জোরে জড়িয়ে ধর, এতটা জোরে যেন আমি কখনো তোমার কাছ থেকে ছুটে দূরে সরে না যাই। লোক-লজ্জার বালাই নাই! আমি বলি- এসব কি হচ্ছে ? লোকে হাসবে যে ! সে বলে- হাসলে হাসুক, তুমি ধরবা কিনা বল ? না হলে আমি ধরলাম। আর আমিও বোকার মত এই একশো-টা তোমাকে সন্তুষ্ট করতে গিয়ে পাগলপ্রায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।