বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার সঙ্গে বৈঠকের পর একথা জানান বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (মজিনা) আমাদের মৌখিকভাবে জানিয়েছেন, ডিসেম্বরে শুনানি অনুষ্ঠিত হবে।”
জিএসপি স্থগিতের পর সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করতে অনুষ্ঠিত ওই বৈঠকে শ্রম ও পররাষ্ট্র সচিবও অংশ নেন।
বাণিজ্য সচিব বলেন, তারা মূলত জিএসপি সুবিধা ফেরত পেতে যুক্তরাষ্ট্রের দেয়া কর্মপরিকল্পনার বিষয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, “এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা আমরা জানিয়েছি।”
মজিনা আগামী শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। তিনি ওয়াশিংটনে গিয়ে যাতে এবিষয়ে জানাতে পারেন তাই এই বৈঠক করা হয়েছে বলে জানান তিনি।
গত একবছরে পোশাক কারখানাগুলোতে দুর্ঘটনায় ১২শ’র বেশি শ্রমিকের প্রাণহানির পর দেশে কর্মপরিবেশের উন্নয়নে চাপপ্রয়োগের পদক্ষেপ হিসেবে ২৭ জুন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে।
এসিদ্ধান্তের কয়েক সপ্তাহ পর ১৯ জুলাই বাণিজ্য সুবিধা ফিরে পেতে শ্রমিক অধিকার ও নিরাপত্তা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের শর্ত দিয়ে একটি কর্মপরিকল্পনা দেয় যুক্তরাষ্ট্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।