ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ১৫টি ফ্ল্যাট সম্বলিত একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। তবে এটি ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছে রাজউক।
পাশের ভবনে পাইলিংয়ের জন্য ১০১ নম্বর সড়কের ৭ নম্বর ওই বাড়িটি শনিবার হেলে পড়ে বলে ওই ভবনের বাসিন্দারা বলছেন।
ওই এলাকায় পুলিশ গেছে।
গেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদাও। সরিয়ে নেওয়া হয়েছে সান ক্লাসিক নামের ভবনটির বাসিন্দাদের।
সান ক্লাসিকের ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি রহিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৬ নম্বর প্লটে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় ধস সৃষ্টি হওয়ায় সকাল ৯টার দিকে আমাদের ভবনটি হেলে পড়ে। "
সামান্য হেলে পড়া ওই ভবন থেকে এর পরপরই সব বাসিন্দাদের সরে পড়তে বলা হয় বলে জানান তিনি।
পাশের ভবনটি তৈরি করছে আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান 'ডম ইনো'।
ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সান ক্লাসিকের স্যুয়েরেজ লাইনের ত্র"টির কারণে পানি চুইয়ে আমাদের পাইলিংয়ে ধস সৃষ্টি হয়েছে। "
অগ্নি নির্বাপক বাহিনীর বারিধারার স্টেশন কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনটি এখনো ঝুঁকিপূর্ণ নয় বলে রাজউক জানিয়েছে। রাজউক চেয়ারম্যান এসেছিলেন। তিনি পাইলিংয়ের যেখানে ধস নেমেছে, তা ভরাট করতে বলেছেন। সে অনুযায়ী কাজ চলছে।
"
সমস্যা সমাধানে দুটি ভবনের মালিকের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে বলে গুলশান থানার ওসি শাহ আলম জানিয়েছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।