আমাদের কথা খুঁজে নিন

   

গুলশানে নতুন বার:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

[গাঢ়]আড্ডার পাতায় এখন শুধু রসালো রম্য আর ব্যাঙ্গাত্মক লেখা চলছে। রাজনীতি পেয়েছে ছুটি। দেশ রসাতলে যাক বা উদ্ধার পাক তা ভাবার মানুষের কোন ঘাটতি নেই। এই সুযোগে আড্ডা চালিয়ে যেতে চাই রসালো সব খবর দিয়ে। আজকে আপনাদের নিয়ে যাব গুলশানের নতুন বারে।

দেখে আসুন সেখানকার বিশেষ আকর্ষণ। [/গাঢ়] গত পাঁচ বছরে দেশের উপচানো উন্নতিতে অনেকেই নতুন নতুন ব্যবসা ফেঁদে বসেছেন। কেউ করছেন স্যাটেলাইট টিভির ব্যবসা, কেউ গাড়ী, কেউ সিএনজি, কেউ দোকান আর ফ্লাটের ব্যবসা। কিন্তু তার মধ্যে ঢাকার অভিজাত গুলশানে নতুন সাজে উদ্বোধন হয়েছে এই নতুন বার। ব্যবসা বড়োই রমরমা।

অত্যন্ত শীতল পরিবেশে বিওবানরা আয়েশ করে এখানে পছন্দের ককটেল অর্ডার দিতে পারেন। বারটির বিশেষ আকর্ষণ হচ্ছে এর বারটেন্ডার। তিনি কোন মানুষ নন। জাপান থেকে সদ্য আমদানিকৃত রোবট। মেকানিক্যাল কন্ঠে চমৎকার বাংলা বলেন এই রোবট বারটেন্ডার।

কাস্টমারদের আইকিউ'র উপর সে তার আলাপের প্রসঙ্গ ঠিক করে। তাই ককটেল পরিবেশনের সাথে সাথে তার প্রথম প্রশ্ন: "আপনার আইকিউ কতো?" নতুন বারটিতে প্রথম হানা দিলেন ধনাঢ্য এই ধুরন্ধর ব্যবসায়ী। রোবটের প্রথম প্রশ্ন: আপনার আই কিউ? ভদ্রলোক উওর দিলেন, "150"। রোবটটি আলাপ শুরু করলো, দেশের ঈর্ষণীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঢাকায় ফাইবার অপটিক টেকনোলজী, ন্যানো টেকনোলজী, প্ল্যাটোনিক প্রেম, গ্রামীণ ব্যাংক, কোয়ান্টাম ফিজিক্স, মৌলবাদ। ব্যবসায়ী লোকটি বেশ মজাই পেলেন।

তিনি মনে মনে ফন্দি এঁটে ফেললেন। হুম বাঙ্গালী চেনো না? বারটেন্ডারকে ফাঁকি দেওয়ার জন্য তিনি একটু পরেই আবার ফিরলেন। যথারীতি আরেক গ্ল্লাস ককটেইল দিয়ে রোবটের প্রশ্ন: আপনার আইকিউ? ভদ্রলোক এবার উওর দিলেন: তার আইকিউ একশ'। এবার রোবট বারটেন্ডার আলাপ শুরু করলেন, টিভির বিজ্ঞাপনে নারী সৌন্দর্য, ভায়াগ্রা, অগোরায় বাজার করার আনন্দ, বসুন্ধরায় প্রিয় খাবারের দোকান, ক্রিকেট খেলা, ক্লোজ আপ প্রতিযোগিতা, দেশীয় অপ্সরী...ব্যবসায়ী ভদ্রলোকটি বেশ জোশ পেলেন। তিনি মোটামুটি কনফার্ম এর পরের বার আসলে খুব আদি রসাত্মক কিছু পাওয়া যাবে।

কারণ, রোবট দ্রুত নীচের দিকে নামছে...কথাবার্তায়। তাই যেমন চিন্তা তেমন কাজ। তিনি আবার ফিরে আসলেন। যথারীতি প্রশ্ন: "আইকিউ কতো"? এবার তিনি মুখে একগাল হাসি চেপে উওর দিলেন, "50"। রোবট বারটেন্ডার এবার ঘন্টায় 2 মাইল বেগে যান্ত্রিকভাবে পড়তে শুরু করলো: "আমি পদক্ষেপ গ্রহণ করি।

... প্রায় সবক'টি সিদ্ধান্ত ও পদক্ষেপ সকল ...দলসমূহ কতর্ৃক সমাদৃত হয়নি। দেশের ... অঙ্গনে দেখা দিয়েছে শান্তি, শৃংখলা ও সহিষ্ণুতার অভাব। দেশে হানাহানি, সন্ত্রাস ও রক্তাক্ত সংঘর্ষ হয়েছে। বিভিন্ন দলের অসহিষ্ণু ও হিংসাত্মক আচরণের ফলে ঝরে গেছে অনেক মূল্যবান নিষ্পাপ প্রাণ, দেশের অর্থনীতি গভীরভাবে বিপর্যস্ত। সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে সহিংসতা, যা আরো প্রকট আকার ধারণ করবে বলে আমার বিশ্বাস।

সকল দলের অংশগ্রহণ ব্যতীত যেকোন সাধারণ নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে না। অনাচার, অব্যবস্থাপনা, অসহিষ্ণুতা ও সীমাহীন দুনর্ীতির কারণে জনগণের আশা, আকাংখা, সুখ ও শান্তি নির্বাসিত। বলা যায়, ...চর্চার নামে চলছে অগণতান্ত্রিক আচরণ, প্রহসন ও প্রতারণা। এই অবস্থা অব্যাহতভাবে চলুক জনগণ তা চায় না। তাই এই অবস্থার অবসান ঘটিয়ে পরিবর্তন আনতে হবে।

পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে..."।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.