আমাদের কথা খুঁজে নিন

   

গুলশানে বিলবোর্ড ধ্বসে দুর্ঘটনা, নিহত কমপক্ষে ২ জন

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

সন্ধ্যায় ঝড়ে গুলশান এক নম্বর মোড়ে অবস্থিত গুলশান শপিং কমপ্লেক্স এর ছাদের একটি বিজ্ঞাপনের বিলবোর্ড ধ্বসে পড়েছে। এতে প্রায় ২জন নিহত ও পাঁচটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এশার নামাজের মধ্যেই ফোন এল। নামাজে ছিলাম বলে ফোন রিসিভ করতে পারিনি। বাসায় ফেরার পর মা বলল, বাবা নাকি ফোন করেছে।

বাবা ফোনে এই ঘটনা জানিয়েছে মাকে। শুনেই ভয় পেয়ে গেলাম, হাত পা কাঁপতে লাগল। গুলশানেই আমাদের দোকান আর গোডাউন। ঐ মার্কেটেই সে সময় অবস্থান করছিল আমার বাবা, চাচাত ভাই, কর্মচারী। যেখানটাতে দুর্ঘটনা ঘটেছে ঠিক সেখানেই আমার দুই বন্ধুর দোকান।

তারা পড়াশুনার পাশাপাশি এইখানে দোকান পরিচালনা করে। দৌড়াতে লাগলাম মার্কেটের দিকে। যেতে যেতেই ফোন করে নিশ্চিত হলাম আমার এই আত্নীয়রা সুস্থই আছেন। তারপরও গেলাম, গিয়ে দেখি ভয়ানক অবস্থা। ক্রেন খুব করে চেষ্টা করছিল ভাঙ্গা বিলবোর্ডটা সরাতে, কিন্তু পেরে উঠছিলনা।

একটা গাড়ি পুরো চেপ্টা হয়ে গেছে, আরো কয়েকটা গাড়িও চাপা পড়েছে বিলবোর্ডের নিচে। আরোহীদের কি অবস্থা ঠিক বুঝতে পারলাম না, লোকের ভীড় ঠেলে সামনে এগোতেই পারলামনা। মার্কেটের পরিচিত দের সাথে দেখা করে ফিরে এলাম বাসায়। ফিরে আসার সময় দুজন মহিলাকে কাঁদতে দেখলাম। উনাদের আত্নীয় খুব জখম হয়েছে, আগেই তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আহতের আত্নীয়রা একটা ট্যাক্সি ক্যবে উঠতে চাচ্ছিল, কিন্তু গাড়িওলা তাদের উঠাচ্ছেনা। ওখানে আমরা সবাই মিলে জেকে ধরলাম ট্যাক্সি টা। বাড়ি টাড়ি দিয়ে, ভয় দেখিয়ে রাজি করালাম তাকে। বাসায় ফিরে এলাম কিছুক্ষন পর। বিলবোর্ডগুলো এমনভাবে তৈরি যে, এর ভেতর দিয়ে বাতাস বেরুনোর সুযোগ নাই।

ফলে বাতাসের পুরো চাপটাই সহ্য করতে হয় বিলবোর্ডের লোহার ফ্রেমকে। কিন্তু এর মাঝে বেশ কয়েকটা ফুটো করে দেয়া থাকলে বাতাসের এত চাপ একে বইতে হতো না, ফলে দুর্ঘটনার সম্ভাবনা থাকতনা। রাস্তার কাপড়ের ব্যানারে এধরনের ফুটো ব্যবহার করে বাতাসের চাপ হ্রাস করা হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.