আমাদের কথা খুঁজে নিন

   

গুলশানে বাণিজ্যিক ভবনে আগুন

গুলশান ১ নম্বরের কাছে তাজ ক্যাসেলিনা নামের ওই ভবনে রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তেজগাঁও ও বারিধারা ফায়ার স্টেশনের চারটি গাড়ি আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে অগ্নি নির্বাপণ বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জীবন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ওই ভবনে কাতার এয়ারওয়েজের কার্যালয় রয়েছে। এছাড়াও গ্যালাক্সি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, থাই ভিসা এজেন্সিসহ বেশ কয়েকটি অফিস রয়েছে।
ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে, সেখানেই কাতার এয়ারওয়েজের কার্যালয়।
ওই সময় দুই নিরাপত্তাকর্মী ভেতরে থাকলেও তারা নিরাপদে বেরিয়ে আসেন বলে জীবন মিয়া জানান।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.