প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে ৬ জুলাই বিকেল সাড়ে চারটায় পরামর্শ সহায়তা-৪০-এর আসরটি অনুষ্ঠিত হয় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। এ আয়োজনে মাদকাসক্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মনোরোগ চিকিৎসক ও বিশেষজ্ঞরা মাদকাসক্ত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরামর্শ সহায়তা অনুষ্ঠানে আলোচিত বিষয়গুলো তুলে ধরা হলো
অনুষ্ঠানের শুরুতে ডা. মোহিত কামাল সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এখানে আমরা রোগীদের চিকিৎসা করি না।
তবে কীভাবে তারা ভালো চিকিৎসা নিতে পারে, ভালো থাকতে পারে সে বিষয়ে পরামর্শ দিই। মাদকাসক্ত রোগীদের চিকিৎসা কিছুটা দীর্ঘমেয়াদি। এ অনুষ্ঠান থেকে মাদকবিষয়ক অনেক অজানা তথ্য জানা যায়। এখানকার পরামর্শ কাজে লাগাতে চেষ্টা করবেন। তাহলে রোগীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
এটি আমাদের ৪০তম আসর। আপনাদের উপস্থিতি বলে দেয় এ অনুষ্ঠান থেকে আপনারা সহযোগিতা পাচ্ছেন। অনেকে নিয়মিত আসেন। এটা আমাদের আরও উৎসাহিত করে। এই পরামর্শ অনুষ্ঠান থেকে যা কিছু জানতে চান, খোলামেলা প্রশ্ন করুন।
আপনাদের প্রশ্ন এবং উত্তর পত্রিকায় প্রকাশিত হবে। সারা দেশের মানুষ এখান থেকে অনেক তথ্য জানতে পারবে। মাদকাসক্ত একটা রোগ। একজন মানুষ বারবার মাদকাসক্ত হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে তারা অবশ্যই সেরে উঠবে।
প্রশ্ন: আমার এক আত্মীয় দীর্ঘদিন যাবৎ মাদক নেয়। সে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ সব ধরনের মাদক নেয়। চট্টগ্রামে দুই মাস একটি নিরাময়কেন্দ্রে ভর্তি ছিল। কিন্তু সুস্থ হয়নি। এখন কী করতে পারি?।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।