মাদকাসক্তগণ অতীব বিপন্ন
তাঁরা থাকেন মূলতঃ বিষন্ন।
মাদক দ্রব্য গ্রহণ ও অপকর্মের জন্য
মাদকাসক্তগণ নয় সমাজে অনন্য।
এঁরা নয় কখনই ধন্য
অসৎ সংসর্গের জন্য।
নেশা দ্রব্য পানে
ধ্বংশই টেনে আনে।
যে কোন খারাপ নেশা
বাড়ায় শুধুই হতাশা।
গ্রহণ করতে নাই ইয়াবা ও হেরোইন
গ্রহণ করতে নাই ফেন্সিডিল ও প্যাথেড্রিন।
নেশা পানে দেহ হয় অসার
ঘৃণার পাত্রও হয় কাছে সবার।
যত আছেন অভিভাবকগণ
ধর্মীয় জীবনাদর্শে শিশুকে শিক্ষা দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।