সিলেটের গোলাপগঞ্জে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে খুন করেছে মাদকাসক্ত সন্তান। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার লক্ষিনবন্দ ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক আব্দুস সালামকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
জানা গেছে, পারিবারিক ঘটনার জের ধরে আব্দুস সালাম প্রথমে তার মা শামসুন্নাহারকে দা দিয়ে কুপিয়ে খুন করে। পরে পর্যাক্রমে তার আড়াই বছরের সন্তান তানভীর, ছোটো বোন মরিম বেগম ও দাদিকে খুন করে। মাদকাসক্ত হওয়ার কারণে আব্দুস সালাম এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।