আজও নিজের মাঝে অসাধারণতার ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারণরূপে আবিষ্কার করি। মন্দ কি...ভালই তো আছি। দমকা হাওয়া বলেছে আজ রাতের খবর, দুচোখ জুড়ে নামবে তোমার ফোয়ারা অঝর। উড়ু উড়ু মন তাই হয়েছে বিবাগী কি করি কি করি, ভেবে না পাই আমি। সব ভুলে তাই মেঘের কাছে করছি আকুতি, আজ যেন বৃষ্টি হয়ে বেলকুনিতে আমি আসি। তোমার অবাধ্য চুল ছুঁয়ে যাবে আমায়, আমি বেসুরো গানে হাসাবো তোমায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।