অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... যে দিন গেছে চলে সেই দিন নিয়ে ভেবে কি লাভ বলো তবে? যে দিন আসবে কাল সেই দিনের ভাবনা ছাড় ভাবতে গেলে বাড়বে ভার। বেঁচে থাকি শুধুই আজ করবো কেবলি আনন্দে কাজ, যদি পারি করিতে কাজ দ্বিধা সঙ্কোচ ঝেরে লাজ, বাঁচতে পারি ভালো ভাবে উন্নতি হবে হইবে তবে। যদি তা হয় ঠিক ভাবে গতকাল সুখ স্বপ্ন হবে, আশায় ভরপুর আগামীকাল তবে সাধ্য কার বলো সাফল্য বাধবে? আজকের দিনকেই করো সানন্দে গ্রহণ যদি করতে চাও জীবনের রস আস্বাদন, তবে তাই হোক প্রভাত বন্দনা অন্তরের গভীরের একমাত্র কামনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।