আমাদের কথা খুঁজে নিন

   

প্রভাত অঞ্জলী

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

একটা কবিতা খুঁজছিলাম, যেখানে ভোর বা প্রভাত নিয়ে কিছু শব্দ থাকবে। প্রভাতের রূপ, সুভাস পাওয়া যাবে যাতে ঘুম থেকে উঠে চোখ মেলে এই কবিতা পড়ে তোমার মনে হয়, দিন যাবে আজ ভালো :=) তেমন তেমন শব্দে বোনা কবিতা আমি কই পাবো তবে একটা পেয়েছি, পড়ে দেখো মনটা আনন্দে ভরে দেয় কিনা - নীচে একটা ভৈরবী রাগের ভিডিও আছে, সেতারের বাজনা। সবচে ভালো হয় সেটি শুনতে শুনতে যদি পড়ো তো... "আজ প্রভাতে তোমাকে নিমন্ত্রণ দখিনা বাতাসে ডাহুক ডাকা ভোর, ঝরা পাতার মর্মর আওয়াজ কানে বাজে, আলোর ছটায় কৃষ্ণচুড়ার বনে আগুন জ্বলে। পলাশের লাল দলে- ভরেছে আঙ্গিনা, কুহু,কেকা ডাকে বনে। বাহারি প্রজাপতি সেজেছে সাত রং এ ঘুরছে বনে বনে রঙ্গিন ফুলের পাপড়িতে দোলে। সজিব করিবে জোনাকির মন, সবুজ আভরণে, হে বসন্ত তোমাকে নিমন্ত্রণ।" - (চারু মান্নান) ... রাগ ভৈরবী (এই রাগটা সাধারণত প্রভাতে বাজানো বা গাওয়া হয়। ইমনদার এই পোষ্টে আরো বিস্তারিত জানতে পারবেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।