ঘুম ঘুম চোখে আঁধারি আলোয়;
কিশোর চপল চরণে;
ছেলেটি ছুটেছে; বাবা ধরে হাত ,
নগ্ন পায়ের ছাঁপ রেখে চলা-আজকে শহীদ স্মরণে।
সফেদ- শুভ্র, অবয়ব সব;
অচিন অজানা মুখ;
তবুও আপন, এক সূরে গাঁথা,
বুকে ভরে উঠে গরবিনী এক মায়ের ভাষার সুখ।
'ভাইয়ের রক্তে' যে গান বেঁধেছে,
কিশোরের কানে বাঁজে;
শুধায়, "বাবা, যারা দিলো প্রাণ,
বৃথাই কি সব? এসেছে কি কোন কাজে?"।
থমকে চরণ, অবসাদ- বুঝি,
হতাশারা ধরে ছেঁকে;
অবুঝ কিশোর মুখপানে চেয়ে,
আশা বাঁধি বুকে; তোদের ই কারণে, যাবোই স্বপ্ন এঁকে।
পিচ ঢালা পথ পিছু ফেলে এসে
ফুলে ফুলে ঢাকা বেদী;
অবাক দৃষ্টে চেয়ে রয় বাবা,
আবেগের ছটা, কচি মায়া সেমুখে- দৃপ্ত, কঠিন , জেদী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।