ভালো থাকার চেষ্টা করি সদা প্রভাত ফেরি, প্রভাত ফেরি সঙ্গে নিবে আমায়? রফিকের লাল রক্ত লাগুক একটু আমার জামায়। প্রভাত ফেরি, প্রভাত ফেরি দাঁড়াও, জুতা জোড়া খুলছি সঙ্গে যাবো আমি জাব্বারের রক্তে রঞ্জিত পিচঢালা রাস্তাটা আজ প্রাণের চেয়েও দামী। প্রভাত ফেরি, প্রভাত ফেরি আস্তে হাঁটো রফিক-জাব্বারেরাও হাঁটছে আমাদের সাথে দেখো -দেখো , শ্লোগান লেখা বাঁশের ফেস্টুন গুলো এখনো তাদের হাতে। [সালাম, বীর শহীদদের। যাদের ভাষার জন্য প্রাণের মায়া খুব তুচ্ছই ছিলো।সালাম, সালাম। হাজারো সালাম।]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।