যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....
জ্যোতির্ময় ঈন্দ্রজালে সমর্পিয়া প্রাণ
রবির কিরণ যেন শিখা অনির্বাণ
জীবনের জয়গান আঁকো অনন্ত তিমিরে
অফুরন্ত আনন্দের নিস্তব্ধ গভীরে।
সুনীল আকাশে শুভ্রস্রোত বলাকার
পদচিহ্ন রেখে গেল সুদূর যাত্রার
নিশার স্বপন টুটে পাখীদের গানে
মৃদুমন্দ বায় আর নদীর কলতানে।
অরুন আলোয় ধরা উজ্জ্বল বিন্যাসে
মূর্তি লভি অমূর্তের অপূর্ব উদ্ভাসে
সত্যের দ্বীপ্তিতে ঘুচে অমানিশার অন্ধকার
হতাশার শৃংখল ভাঙ্গি অন্যায়ের প্রতিকার।
শতপুস্প প্রস্ফুটিত সূর্য-স্নেহ-করে
অপরূপ চিত্রখানি অনন্ত অম্বরে
নৈশব্দের অবগুন্ঠন খুলি হয়ে আত্মহারা
ছড়ালে অগম্যের দিব্য রশ্নিধারা।
শান্তির বারতা লয়ে আলোক-গন্ধার সুরভীস্নাত
রৌদ্রকরোজ্জ্বল হে সোনালী প্রভাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।