আমাদের কথা খুঁজে নিন

   

এবার ব্যাবহার করুন Norton 360 v 5.0.0.125

১৯৮২সালে স্থাপিত একটি জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন গের‍্য হেন্ড্রিক্স( Gary Hendrix) থেকে স্যমান্টেক (Symantec) প্রথম যাত্রা শুরু করে । তখন এদের প্রধান লক্ষ ছিল আরটিফিসিয়াল ইন্টিলিজেন(artificial intelligence) উপর কাজ করা । ১৯৯০ সালে অগস্টে বিভিন্ন অ্যাপলিকেশনের সাথে এরা অ্যান্টিভাইরাসও ডেভেলপ করে । যার নাম দেওয়া হয় নর্টন(Norton) । নর্টন একটি শক্তিশালী অ্যান্টিভাইরাস হিসেবে পরিচিতি পেলেও ২০০৯ সাল পর্যন্ত সাধারণ ব্যাবহারকারি দের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি , তার কারন ছিল একটাই , নর্টন কম্পিউটারকে খুব স্লও করে ফেলতো ডাউনলোড করুন এখান থেকে তারপর এলো Norton AntiVirus 2011 এবং Norton Internet security 2011 ।

যা খুবই শক্তিশালী আর কম্পিউটারকেও স্লও করে না । Norton AntiVirus 2011 ও Norton Internet security 2011 অ্যান্টিভাইরাস,ব্যাকআপ, এবং আরও অনেক উটিলিটির(Utilities ) ফিচার যোগ করা হয়েছে এই নর্টন ৩৬০(Norton 360 v 5.0.0.125 ) , যা কম্পিউটারকে মোটেও স্লও করবে না বরং আরও ফাস্ট করবে । আশাকরি আপনাদের ভাল লাগবে ডাউনলোড করুন এখান থেকে এটি ইন্সটল করার সাথে সাথে পাবেন ৬০ দিনের Subscribe এবং এর সাথে পাবেন ক্রাকের মত ছোট একটি প্রোগ্রাম যা আপনাকে দেবে আরও ১৮০ দিনের Subscribe । 180 দিন পাবার জন্য আপনার পিসিকে সেফ মুডে রান করাতে হবে , সেফ মুডে রান করাতে পিসি বুট করার সময় কিবোর্ড থেকে F8 বা F5 চেপে সেফ মুড সিলেক্ট করুন । সেফ মুডে পিসি চালু হলে প্রোগ্রামটি চালু করে ওকে দিন ।

পিসি রেস্টার্ট দিন । আবারো বলছি এটি কোন ক্র্যাক না , Corporate ব্যাবহারকারিদের জন্য এই পেঁচটি বানান হয়েছে । তাই এটি ব্যাবহার করা সম্পূর্ণ নিরাপধ । শুধু পেঁচটি ডাউনলোড করুন এখান থেকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.