ঝালকাঠি থেকে সাখাওয়াত হোসেন শাওন : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা অন্তগত মূল গড় ইউনিয়নে অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী ও পূর্ণসাবন কেন্দ্র আর আর সি । জুনিয়ার ইঞ্জিনিয়ার মো: সজিবুর রহমান ও হোটেল সুপার মো: জাফরুল ইসলাম মিঠুর ব্যাপক ভাবে র্দুনিতি, অণিয়ম ও পক্ষপাত্তিত্বে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয় তারা অনেক দিন যাবত বিভিন্ন ভাবে ফয়দা লুটে খাচ্ছে। তারা প্রশিক্ষনের নামে টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের ভূক্তভুগি প্রশিক্ষনার্থীরা বলেন আমাদের কে কোন মতে প্রশিক্ষন দিয়ে তারা মাসের পর মাস টাকা উঠায়ি খাচ্ছে।
তাদের বিরুদ্ধে আরো অভিযোগ করে বলেন যে, ১ বছরের প্রশিক্ষণের কথা থাকলেও তারা ১/১.৫ মাস কাজ শিখিয়ে বাকী মাসের বেতন ভাতা ও প্রশিক্ষনের যাবতিয় খরচ উত্তোলন করে খাচ্ছে। এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা এখন পর্যন্ত নিচ্ছে না। তবে তাদের এই অভিযোগটি সুষ্ঠ ও তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহনের জন্য উপরোস্ত কর্মকর্তাদের দৃষ্টি আর্কশন করছেন। এবং অভিযোগকারীরা দাবী করেছেন তাদের ২০০৫-২০০৬ অর্থ বছরের প্রশিক্ষনার্থীরা পূর্ণরায় প্রশিক্ষন পেতে পারে তার জন্য সকলের কাছে অনুরোধ জানান। তাদের এই বছরে কোন কাজ না শিখানোর জন্য এখন কিছু করতে পারছেনা বিধাই তারা পূর্নরায় আবেদন করছেণ।
সজিবের ফোন নাম্বার : ০১৭১৪-৫৭১২৭৬। ০১৭১২-৬০০০২৮ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।