বাগেরহাটে পাঁচটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চারটি উপজেলায় আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
উপজেলাগুলো হলো- রামপাল, বাগেরহাট সদর, মোড়েলগঞ্জ ও স্মরণখোলা। তবে মংলা উপজেলায় হরতাল ডাকা হয়নি।
নির্বাচনে ব্যাপক কারচুপি, ভোটকেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া, হামলা, বাড়িঘর ভাঙচুর, জালভোট প্রদান, নেতাকর্মীদের বিভিন্ন স্থানে অবরুদ্ধ করে রাখার অভিযোগে জেলা বিএনপি চারটি উপজেলায় এ হরতাল আহ্বান করেছে।
আজ শনিবার বিকেল ৩টায় জেলা বিএনপির সভাপতি এম এ সালামের তার শহরের সড়ই এলাকার বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ হরতালের ঘোষণা দেন।
এ সময় সদর উপজেলা ১৯ দলীয় জোটের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নাসির আহমেদ মালেক (দোয়াত-কলম) উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বাগেরহাট সদর উপজেলায় একটি কেন্দ্র ব্যতিত কোথাও তাদের এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি।
ভোটবর্জন করা এই চারটি উপজেলায় ফের নির্বাচন দেওয়ার দাবি করা হয়েছে সংবাদ সম্মেলন থেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।