বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা ও শিশুসহ প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। এসময় দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করা হয়। আজ রবিবার দুপুরে চিলতমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়িয়া এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৪ জনকে আশঙ্কাজনক বাগেরহাট ও গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়িয়া গ্রামের ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা বাদশা গ্রুপ ও একলাছ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রস্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এ সময় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর আক্রমন চালালে উভয় গ্রুপের কমপক্ষে ৫০ জন আহত হয়।
আহতদের মধ্যে রয়েছে আওয়ামীলীগ নেতা একলাছ গ্রুপের রুস্তম শেখ (৬০), আলকাম শেখ (৫০), সোহেল শেখ (১৬), এমামুল হক (২৫), কায়সার আলী শেখ (৬০), চান্দু শেখ (২২), মনোয়ারা বেগম (৩৫), হাবিবুর রহমান (৬০), নাদিরা আক্তার (১৫), জেসমিন আক্তার (১২), পারভিন আক্তার (১৭), আলমগীর শেখ (৩৮), রফিকুল ইসলাম।
বাদশা গ্রুপের আহতরা হলেন, সোহেল শেখ (২০), সোহাগ (৩০), টুকু শেখ ( ২৫), জিল্লাল শেখ (৩০), কামরুল ( ২৬), রুবেল শেখ (২০), রমজান শেখ (২৮), জাহিদ শেখ (৩০), রুবেল শেখ (২২), আক্কেল মোল্লা (২২), তিনু শেখ (৩২)। আহতদের বাগেরহাট জেলার চিতলমারী, মোল্লাহাট , গোপালগজ্ঞ সদর, টুঙ্গিপাড়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের অবস্থা আশংঙ্কাজনক।
এব্যাপারে আওয়ামীলীগ নেতা একলাছ শেখ জানান, তার সাথে নয়। মুক্তিযোদ্ধা রুস্তম শেখের লোকজনের সাথে বাদশা গ্রুপের প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। অপরদিকে ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মো. বাদশা শেখ এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।