আমাদের কথা খুঁজে নিন

   

আবার বায়ার্নের কাছে পরাস্ত বার্সা

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সাবেক দলের বিপক্ষে ‘পরীক্ষামূলক’ একাদশ মাঠে নামান বায়ার্নের নতুন কোচ পেপ গার্দিওলা। এবং সেই পরীক্ষায় সাফল্যও পেয়ে যান বার্সাকে ১৪টি শিরোপা এনে দেয়া কোচ। কোনো স্ট্রাইকার ছাড়া খেলতে নামা স্বাগতিকরা ১৫ মিনিটের সময় অধিনায়ক ফিলিপ লামের গোলে এগিয়ে যায়। রাইট ব্যাক নয়, আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় খেলতে নামা লাম ফ্র্যাঙ্ক রিবেরির নিখুঁত ক্রসে হেড করে গোল করেন। পুরো প্রথমার্ধ আধিপত্য বজায় রাখলেও বিরতির আগে আর গোলের দেখা পায়নি গত মৌসুমে তিনটি শিরোপা জয়ী বায়ার্ন।

দ্বিতীয় গোলও পেয়েছে শেষ দিকে। ৮৭ মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত করা গোলটি মারিও মান্দজুকিচের। দুই দলই দ্বিতীয়ার্ধে অনেকগুলো বদলি খেলোয়াড় মাঠে নামিয়েছে। উদ্দেশ্য একটাই, আসন্ন মৌসুমের জন্য নিজেদের ঝালিয়ে নেয়া। লিওনেল মেসি খেললেও মাঝমাঠের দুই কুশলী রূপকার জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তাকে মাঠে নামায়নি বার্সা।

ছিলেন না তাদের নতুন কোচ জেরার্দো মার্তিনোও। আর নেইমার তো এখনো ব্রাজিলে ছুটি কাটাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগ ৪-০ গোলে জেতার পর বার্সার নিউ ক্যাম্প থেকে ফিরতি লেগ ৩-০ গোলে জিতে ফিরেছিল বায়ার্ন। বুধবার আরেকটি প্রীতি ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। টানা দুটি হারের পর হংকংয়ের ক্লাব দক্ষিণ চায়নাকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের রানার্স আপরা।

হংকং স্টেডিয়ামে ২১ মিনিটের সময় খেলার একমাত্র গোলটি করেন বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকো। নতুন কোচ ম্যানুয়েল পেল্লেগ্রেনির অধীনে এটাই ম্যান সিটির প্রথম জয়। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচ হেরে গিয়েছিল তারা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.