"বেগম রোকেয়ার জীবন পঞ্জী"
১৯২১ সালের পর...(আগের লেখার পর)।
১৯২২ : মতিচূর ২য় খন্ড প্রকাশিত। নিজেই প্রকাশক।
সমাজের পতিত ও দুর্দশাগ্রস্থ নারীদের পুর্ণবাসনকল্পে ডঃ লুৎফর রহমান প্রতিষ্ঠিত
"নারীতীর্থ" এর সভানেত্রী নির্বাচিত।
১৯২৪ : "পদ্মরাগ" উপন্যাস প্রকাশিত।
১৯২৫ : আলীগড় বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী' ইপলক্ষে আয়জিত 'অল ইন্ডিয়া মহামেডান
এডুকেশনাল কনফারেন্সে যোগ দিতে আলীগড়ে গমন এবং বক্তৃতা প্রদান।
১৯২৬ : বড় বোন করিমন্নেসার মৃত্যু।
স্কুলের জন্য মোটর বাস ক্রয় বাবদ ৫ হাজার টাকে সরকারি সাহায্য লাভ।
১৯২৭ : ১৯'শে ফেব্রুয়ারি 'ইয়াং ক্রিশ্চিয়ান উইমেন্স এসোসিয়েশন' হলে অনুষ্ঠিত বঙ্গীয়
নারী শিক্ষা সম্মেলনে অধিবেশনের সভানেত্রী হিসেবে ভাসণদান।
১৯৩০ : স্কুলে লেডি জ্যাকসনের আড়াই'শ টাকা সাহায্য প্রদান।
স্কুলে দশম শ্রেণী শুরু করে উচ্চ ইংরেজি বিদ্যালয়ে পরিনত।
বাংলার প্রথম মুসলমান পিইলট' মুরাদে'র সঙ্গে আকাশ ভ্রমণ।
১৯৩১ : পঞ্চম বঙ্গীয় নারী শিক্ষা সম্মেলনে 'Educational Ideals for the Modern
Indian Girls' প্রবন্ধ পাঠ এবং 'দি মুসলিম' পত্রিকায় প্রকাশিত।
তিন জন মুসলমান মেয়ের স্কুল থেকে ম্যাট্ট্রিক পরিক্ষায় অংশ গ্রহণ।
২৮'শে অক্টোবর "অবরোধবাসিনী" প্রকাশিত।
১৯৩২ : ১৬২ নং লোয়ার সার্কুলার রোডে স্কুল স্থানান্তরিত। ম্যাট্ট্রিক পরিক্ষায় সাখাওয়াত
মেমোরিয়াল স্কুলের ছাত্রীদের পাসের হার-৭৫%।
শেষ রচনা "নারীর অধিকার" ৮'ই ডিসেম্বরে রচনা করেন।
মাহেনও' পত্রিকায় মরণোত্তর প্রকাশিত।
৯'ই ডিসেম্বর, মহিয়সী মহিলা পরলোকগমন করেন।
আত্মীয় মওলানা আব্দুর রহমান খানের পারিবারিক কবরস্থান কলকাতার
উপকন্ঠে সোদপুরের শুখচরে' সমাহিত।
-----------o----------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।