একদিন জন্মের চিৎকারে পৃথিবীতে এসেছিলাম। আবার একদিন কিছু চিৎকারের মাঝ দিয়েই চলে যাব। সারাদিন দুর্গন্ধ। ঘামে ভেজ আমার সন্তান নেমে আসে আমার কোলে স্নান করে শুদ্ধ হবে বলে কিন্তু আমিই যে অশুদ্ধ কালো, আরো কালো পঁচা, আরো পঁচা আমার শরীরে ঢেলে দেয় শত্রুর দল আমার ছেলেদের পবিত্র হতে দেবে না বলে পণ করেছে ওরা! সূর্যের আলো এবং রাতের অন্ধকার। আমার জন্য দুই-ই সমান নতুন কোন ঘ্রান আমি খুঁজে পাই না কোথাও ব্যর্থতার চিৎকারে ডেকে ডেকে বলি, 'আমাকে এক কলস শুদ্ধ জল দাও' কেউ শোনে না আমায়। তারপরও আমি বলতেই থাকি, 'আমাকে এক কলস শুদ্ধ জল দাও'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।