আমাদের কথা খুঁজে নিন

   

"এক'শো বছর আগের কবি-সাহিত্যিক"

"বেগম রোকেয়া" "বেগম রোকেয়ার জীবন পঞ্জী" ১৮৮০ : জন্মঃ ৯ডিসেম্বর। রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। মাঃ রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। বাবাঃ জহিরুদ্দিন মোঃ আবু আলী হায়দার সাবের। ১৮৮৫ : বড় বোন করিমুন্নেসার সান্নিধ্যে বাংলা ও ইউরোপিয়ান গভর্নেসের কাছে ইংরেজি শিক্ষা লাভ।

১৮৯৮ : বিবাহঃ বিপত্নীক খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি বিহারের ভাগলপুরের অধিবাসী ও উর্দুভাষী ছিলেন। বিয়ের পর দুটি কন্যার জন্ম। একজন চার মাস ও অন্যজন পাঁচ মাস বয়সে মারা যায়। ১৯০২ : সাহিত্যিক হিসাবে তাঁর আত্মপ্রকাশ।

প্রথম রচনাঃ 'পিপাসা'। নবপ্রভা পত্রিকায় (ফাল্গুন ১৩০৮) সংখ্যায় প্রকাশিত হয়। ১৯০৪ : দার্জিলিং ভ্রমন। এই বছরই প্রথম গ্রন্থ "মতচুর" (১ম খন্ড) প্রকাশিত হয়। ১৯০৫ : Indian Ladies Magazine-এর প্রথম ইংরেজি রচনা "Sultana's Dream" প্রকাশিত।

১৯০৮ : গ্রন্থাকারে 'Sultana's Dream' প্রকাশিত। ১৯০৯ : স্বামী সৈয়দ সাখাওয়াত হোসানের পরলোকগমন করেন। তাঁকে ভাগলপুরে সমাহিত করা হয়। ভাগলপুরে ৫ জন ছাত্রী নিয়ে তিনি ১ম স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯১০ : ভাগলপুর ত্যাগ করে কলকাতায় আগমন।

১৯১১ : ২য় পর্যায়ে কলকাতায় 'সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' প্রতিষ্ঠা। ওয়ালিউল্লাহ লেনের ভাড়া বাড়িতে ৮ জন ছাত্রী নিয়ে স্কুলের যাত্রা সুচিত হয়। ১৯১২ : কলকাতায় মা' রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী পরলোকগমন করেন। ১৬' ফেব্রুয়ারী 'Turkish Relief Fund'-এর সভায় বক্তৃতা প্রদান। স্কুলের জন্য আগা খানের তিন'শ টাকা ব্যক্তিগত সাহায্য প্রদান এবং ১লা' এপ্রিল থেকে মাসিক সরকারি সাহায্য একাত্তর টাকা বরাদ্দ, স্কুলের ছাত্রী সংখ্যা ২৭-এ উন্নীত।

১৯১৩ : রংপুরে পারাবন্দে বাবার মৃ্ত্যু। ১৯১৪ : স্কুলে ছোট লাট পত্নী লেডি কারমাইকেলের তিন'শ টাকা সাহায্য প্রদান। মাসিক সাহায্য বৃদ্ধি পেয়ে ৪৪৮ টাকায় উন্নীত হয়। ছাত্রী সংখ্যা-৩৯। ১৯১৫ : স্কুল উচ্চ প্রাইমারী বিদ্যালয়ে উন্নীত।

৮৬/এ নং লোয়ার সার্কউলার রোডে স্কুল স্থানান্তরিত। ১৯১৬ : সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 'আঞ্জুমানে খয়াওয়াতিনে ইসলাম' নামের মহিলা সংগঠন প্রতিষ্ঠা। স্কুলের ছাত্রী সংখ্যা -১০৫। ১৯১৭ : বাংলা শাখার প্রর্বতন। বড় লাট পত্নী লেডি চেমসফোর্ড' এর স্কুল পরিদর্শন এবং তার সহযোগিতায় ষষ্ঠ শ্রেণী আরম্ভ ও মধ্য ইংরেজি স্কুলে পরিণত।

১৯১৮ : সওগাত পত্রিকায় 'সওগাত' নামের কবিতা রচনা। ১৯২০ : কলকাতা টাউন হলে' স্বাস্থ্য ও শিশু প্রর্দশনীতে সভানেত্রী নির্বাচিত। 'শিশু পালন' নামের প্রবন্ধ রচনা। পরে বঙ্গীয় মুসলমান সাহিত্য' পত্রিকায় প্রকাশিত। ১৯২১ : ঢাকায় আগমন ও পুরাতন ঢাকার একটি বাড়িতে কিছুদিন অবস্থান।

চলবে......। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.