শৈলজানন্দ মুখোপাধ্যায়ঃ ১৯০১ সালে পঃ বাংলার বর্ধমান জেলার অন্ডাল' গ্রামে জন্মগ্রহন করলেও তাঁর পৈত্রিক নিবাস বীরভূম' জেলার রুপ্সীপুর গ্রামে। আজ থেকে প্রায় আট দশক পূর্বে রাঢ়বঙ্গের ঊষারপ্রান্তরে বাংলা সাহিত্যের যে দিকপাল রথী-মহারথীগণ আর্বিভূত হন শৈলজানন্দ তাঁদের অন্যতম। এক সময় 'কালিকলম', কল্লোল', সাহানা', ছায়া, প্রভৃতি পত্র-পত্রিকায় সম্পাদনার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। ১৯৭৬ সালে তাঁর মৃত্যু হয়। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ গুলি, "নিহারীকা ওয়াচ কোম্পানী" "কয়লা কুঠি", "নন্দিনী", খরস্রোতা প্রভৃতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।