আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত প্রোফাইল বৃত্তান্ত (গুরুত্বপূর্ণ বা জানার মতো কিছু না)

উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . . এক সময় আলোর ইশারা খুঁজতাম অনেক। এখন খুঁজি না। বেশি আলো চাই না। প্রকৃতির আলোই ঢের। কথিত সম্মান ও মাণ থাকুক তোমাদেরই কাছে, আমি হয়তো সম্মানিত হবো না! ঘুরতে চাই যত দূরে চোখ, হৃদয় যায়! আমি প্রকৃতির ছায়ায় থাকতে চাই। .... হে বন্ধু, তুমি যে রবে প্রস্থানের পরও! অ.ট- লেখাটির মূল বিষয় ছিল মা' কে নিয়ে। কিন্তু অগোছালো লেখার কারণে পুরো লেখাকে আবার বিন্যাস করতে হয়েছে। খুব প্রিয় কয়েকজনের মন্তব্যগুলো মুছে দেয়ার মতো অকৃতজ্ঞতা না দেখানোর জন্য পোস্টটি রেখে দেয়া হলো। পূর্ণ লেখাটি এখানে মায়ের কাছে স্বীকারোক্তি ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।