ব্যাপক হারে পরমাণু অস্ত্র হ্রাসের
পরিকল্পনা করছেন ওবামা
ওয়াশিংটন থেকে এএফপি : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের পরমাণু অস্ত্র ব্যাপকভাবে হ্রাস করার পরিকল্পনা করছেন। সিনিয়র একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানান। তবে ওবামা পূর্বের পরমাণু নীতির বড়ো ধরনের কোন পরিবর্তন ঘটাবেন কিনা সে বিষয় এখনও স্পষ্ট নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, পরমাণু কৌশল পর্যালোচনার কাজ চলছে। নতুন এ কৌশলে পরমাণু অস্ত্রের মজুদ ব্যাপকভাবে হ্রাস করার কথা উল্লেখ করা হবে।
এছাড়া দেশের প্রতিরক্ষায় প্রথাগত অস্ত্রের ব্যবহার বাড়ানোর কথাও এতে বলা হচ্ছে। কৌশল পর্যালোচনার কাজ এ মাসের শেষ দিকে সম্পন্ন হবে। আশা করা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সোমবার দীর্ঘ প্রতিতি ‘নিউকিয়ার পশচার রিভিউ' ওবামার কাছে উপস্থাপন করবেন।
তবে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের শর্তসমূহ প্রকাশ্যে ঘোষিত হবে নাকি অস্পষ্ট ভাষায় তা প্রকাশ করা হবে সে বিষয়ে ওবামা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটি এখনও স্পষ্ট নয়। এদিকে কংগ্রেসে ওবামার মিত্ররা পরমাণু অস্ত্র ব্যবহারের বর্তমান মার্কিন নীতিতে পরিবর্তন আনার জন্য চাপ দিচ্ছেন।
বর্তমান নীতি অনুযায়ী জৈব কিংবা রাসায়নিক হামলার জবাবে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে। এমনকি দেশটি পরমাণু শক্তিধর রাষ্ট্র না হলেও তার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা যাবে।
আইনপ্রণেতারা চাচ্ছেন কেবলমাত্র পরমাণু হামলা প্রতিহত করতেই পরমাণু অস্ত্রের ব্যবহার করা হবে, ওবামা এ ধরনেরই সিদ্ধান্ত গ্রহণ করুক। এর ফলে পরমাণু অস্ত্র ব্যাপকভাবে হ্রাস করা সম্ভব হবে। তবে ওবামার উপদেষ্টাদের ব্যাপক বিতর্কের মধ্যেই অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ও সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, এ ধরনের পরিবর্তন সম্ভবত অসম্ভব।
তাই ওবামাকে পরমাণু অস্ত্র নীতিতে সামান্য পরিবর্তন আনতে হবে।
তাঞ্জানিয়ায় বাস
দুর্ঘটনায় ২৪ জন
নিহত
দার-এস-সালাম থেকে এএফপি : তাঞ্জানিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সোমবার একটি বাস উল্টে গিয়ে কমপক্ষে ২৪ জন নিহত এবং অপর ৫৬ জন আহত হয়েছে।
তাবোরা আঞ্চলিক পুলিশ কমান্ডার লিবারেতাস বার্লো জানান, বাসটি নজেগা থেকে ১২ কিলোমিটার দূরে কিতানগিরিতে পৌঁছানোর পর টায়ার ফেটে উল্টে যায়। তিনি জানান, পুলিশ দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে। তবে তারা ধারণা করছেন যে, অস্বাভাবিক গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
নজেগা জেলা হাসপাতাল কর্মকর্তা ন মওয়ামবেকি এ মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ইরানে নতুন নিষেধাজ্ঞা
সমর্থন করবে রাশিয়া
প্যারিস/ভিয়েনা থেকে রয়টার্স : ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে রাশিয়া সমর্থন দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে সোমবার বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এ কথা বলেছেন। সারকোজি বলেন, রাশিয়া এই অবরোধে সমর্থন দিয়ে যাবে যদি তা ইরানে মানবিক সংকট সৃষ্টি না করে। মেদভেদেভ জানান, ইরানের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা এড়ানোর ব্যাপারে তিনি এখনও আশাবাদী।
তবে তিনি এটাও বলেছেন, তেহরান সহযোগিতা করবে আশায় রাশিয়া অনন্তকাল বসে থাকতে পারে না। পশ্চিমা দেশগুলোর ধারণা, ইরান তার বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করে যাচ্ছে। মেদভেদেভ বলেন, ‘‘আমরা আশাবাদী এবং আমরা সাফল্য লাভ করতে পারি এমন ধারণা থেকে আমরা সরে আসছি না। কিন্তু এতে যদি কাজ না হয় তবে অবরোধ আরোপের প্রশ্নে আমাদের মিত্র দেশগুলোর মতই রাশিয়াও বিষয়টি বিবেচনা করবে। সারকোজি সাংবাদিকদের বলেন, ‘‘মেদভেদেভ আমাকে বলেছেন, মানবিক বিপর্যয় সৃষ্টি করবে না-এমন অবরোধে তিনি সমর্থন করতে পারেন।
এদিকে, ইসরাইলও জানিয়েছে, ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপে চীন ভেটো দেবে না। বেইজিংয়ে ইসরাইলি প্রতিনিধিদের বক্তব্য চীন বেশ মনোযোগ দিয়েই শুনেছে। এর আগে ইরানে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে তেহরানের বন্ধু বলে খ্যাত চীন ও রাশিয়া।
ইনগুশেটিয়ায় ৪
বিদ্রোহী নিহত
মস্কো থেকে এএফপি : রাশিয়ার নিরাপত্তা বাহিনী ইনগুশেটিয়ায় চারজন বিদ্রোহীকে হত্যা করেছে।
পুলিশ মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স মঙ্গলবার জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আঞ্চলিক রাজধানী নজরানের কাছে ইকাজহেভো গ্রামে বিদ্রোহীদের গোপন আস্তানা ঘিরে ফেলে এবং তাদেরকে আত্মসমর্পণের আহবান জানায়।
বিদ্রোহী আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি বর্ষণ করে। এতে বিদ্রোহীদের চার সদস্য নিহত হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার ককেশাস অঞ্চলে জঙ্গিরা হামলা জোরদার করেছে।
ফকল্যান্ড বিরোধে
মধ্যস্থতার আহবান এড়িয়ে গেলেন হিলারি
বুয়েন্স আয়ারস থেকে এএফপি : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ব্রিটেনের সঙ্গে দীর্ঘদিনের ফকল্যান্ড বিরোধ নিরসনে আর্জেন্টিনার অনুরোধ সোমবার এড়িয়ে গেছেন।
হিলারি ক্লিনটন বলেন, ‘আমরা দেখতে চাই আর্জেন্টিনা ও যুক্তরাজ্য আলোচনায় বসছে এবং শান্তিপূর্ণ ও ফলপ্রসূ উপায়ে তাদের মধ্যকার সমস্যার সমাধান করছে।
'
তিনি বলেন, ‘আমরা কোন এক পকে এটা করতে বলতে পারি না। '
সোমবার আর্জেন্টিনায় যাত্রাবিরতিকালে দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ ফকল্যান্ড বিরোধের ব্যাপারে জানতে চাইলে তিনি একথা বলেন। ‘আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যকার মতপার্থক্য দূর করতে উভয় দেশকে বিশ্বাসের সঙ্গে আলোচনা করতে হবে। ' পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্রের একথা বলার এক সপ্তাহ পর তিনি গতকাল এ মন্তব্য করেন। হিলারি ক্লিনটন বলেন, যুক্তরাষ্ট্র দেশ দু'টির মধ্যকার বিরোধ নিরসনের চেষ্টা করতে উভয় দেশের প্রতি আহবান অব্যাহত রাখবে।
এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কিচনার সাংবাদিকদের বলেন, ‘আর্জেন্টিনা এ বিরোধের মধ্যস্থতা করতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছে। '
উল্লেখ্য, ব্রিটেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর তার সার্বভৌমত্ব দাবি করে এবং এ বিষয়ে আলোচনার আহবান গ্রাহ্য করছে না।
যুক্তরাষ্ট্রের এফ-৩৫
গোয়েন্দা বিমান
উৎপাদন ২ বছর বিলম্বিত হচ্ছে
ওয়াশিংটন থেকে এএফপি : মার্কিন বিমান বাহিনী গত মঙ্গলবার নয়া এফ-৩৫ গোয়েন্দা জঙ্গি বিমান উৎপাদনের কাজ ২ বছরের জন্যে বিলম্বিত করার কথা ঘোষণা করেছে। এটা ভবিষ্যৎ আমেরিকান বিমান বহরে যুক্ত হবে। মার্কিন বিমান বাহিনী বিষয়ক মন্ত্রী ও বেসামরিক বিভাগের প্রধান মিশেল ডোনলে সাংবাদিকদের বলেছেন, ২০১৩ সালে জয়েন্ট স্ট্রাইক ফাইটার ব্যবহার করার কথা থাকলেও যে ২০১৫ সালের আগে হচ্ছে না।
উল্লেখ্য প্রতিরক্ষা বিভাগ আগামী ২৫ বছরে প্রায় আড়াই হাজার জঙ্গি বিমান ক্রয় করার পরিকল্পনা করছে। এজন্য ব্যয় হবে ৩শ' বিলিয়ন ডলার।
কানাডায় পর্দার অধিকার
আদায়ের জন্য মিসরীয়
মহিলার লড়াই
মন্ট্রিল থেকে এএফপি : কানাডার কুইবেকে মুখ থেকে নেকাব সরানোর নির্দেশ অমান্যকারী এক মিসরীয় ছাত্রীকে ভাষা শিক্ষা কোর্সের ক্লাস থেকে বের করে দেয়ার পর পর্দা করার অধিকার আদায়ের জন্য তিনি আদালতের সরণাপন্ন হয়েছেন। কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি ওই কোর্সে ভর্তি হন। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়।
মিসরে জন্মগ্রহণকারী ওই মহিলা মন্ট্রিলের সেন্ট লরেন্ট স্কুলে ফ্রেন্স ভাষা শিখছিলেন। তিনি শ্রেণীকক্ষে তার মুখ দেখাতে এবং পুরুষ ছাত্রদের সাথে বসতে অস্বীকার করেন।
বারবার অনুরোধের পরও তিনি মুখ থেকে তার নেকাব সরাতে অস্বীকার করায় তার বিরুদ্ধে কুইবেক অভিবাসন মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়। গত নবেম্বরে তারা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে বের করার সিদ্ধান্ত নেয়।
মামলাটি এখন কুইবেক মানবাধিকার কমিশনে বিচারাধীন রয়েছে।
উগান্ডায় ভূমিধসে শতাধিক নিহত
সংগ্রাম ডেস্ক : আফ্রিকান দেশ উগান্ডায় ভূমিধসে ১শ'-এর বেশি লোক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উগান্ডার রাজধানী কাম্পালা থেকে ১৭৫ কিলোমিটার উত্তর-পূর্বদিকে বোডোডায় স্থানে। নিহতদের অর্ধেকেরও বেশি শিশু বলে জানা গেছে। উগান্ডার একজন মন্ত্রী মুসা ইকুয়েরু সংবাদ মাধ্যমকে বলেন, দেশের পার্বত্যাঞ্চল থেকে পূর্বদিকে বোডোডা এলাকায় ভূমিধসে ১শ' লোকের প্রাণহানি ঘটেছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে।
তিনি আরো জানান, ৬০-এর অধিক শিশুকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকার একমাত্র স্বাস্থ্য কেন্দ্রটি ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। জানা যায়, অত্যধিক বৃষ্টির কারণে এই ভূমিধস হয়েছে। এদিকে অনেকেই এ দুর্যোগের কারণে ঘর ছাড়া হয়ে পড়েছেন।
পুতিন ভেনিজুয়েলা
সফর করবেন
কারাকাস থেকে এএফপি : রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমীর পুতিন চলতি মাসে ভেনিজুয়েলা সফর করবেন, প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ গত মঙ্গলবার সফরের নির্ভুল তারিখ অথবা সফরের বৃত্তান্ত না জানিয়ে একথা বলেছেন।
শ্যাভেজ টেলিভিশনে মন্ত্রিসভার বৈঠকে বলেন, আমরা গত সোমবার উরুগুয়ের প্রেসিডেন্ট মন্টেভিডিও'র শপথ অনুষ্ঠানে রুশ বিশেষদূতের সাথে কথা বলেছি, তিনি তার প্রধানমন্ত্রীর ভেনিজুয়েলা সফর সম্পর্কে নিশ্চিত করেছেন। তিনি সফরের তারিখ সম্পর্কে জানাননি। এটা হবে পুতিনের প্রথম ভেনিজুয়েলা সফর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।