আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ২২ ( আজ কি ঈদ!)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ২১ (আড়ি আড়াল ঈদে) : ঈদ মোবারক : আজ কি ঈদ? : হ্যাঁ তো! : তবে আপনাকেও : চেহারায় ঈদ কই! : সে বয়স গেছে : কথা তা নয় : হুমম (চুপ) : চেহারায় ঈদ কই? : ব্যাস্ততা : কথা তা নয় : হুমম (দীর্ঘ শ্বাস) : চেহারায় ঈদ কই? (শংকা) : সুখীমানুষদের প্রতিদিনই ঈদ : কথা তা নয় : হুমম (কথা হাতরাচ্ছে) : জানতে চাচ্ছি : ঢাকছি : বুঝা যায় : কেন তবে জোর করে! : করতে নেই? : সুখীমানুষকে কেউ জোর করেনা : এই জন্য দুঃখ : লাভ কি? : হুমম (মন খারাপ) : যাই : ভাববেননা, সুখীমানুষরা সুখেই থাকে। : হুমম (উপায় নেই, সান্ত্বনার ভাষাও নেই) ১-১০-০৮, ঢাকা (রমজানের ঈদ আগামী দিন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।